Hot Posts

ফেব্রুয়ারী ১৬, ২০২৩

রাজ্যের DM অফিসে চাকরি, বেতন ১৪ হাজার টাকা, অনলাইনে আবেদন করুন



রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট( DM )অফিসে চুক্তিভিত্তিতে প্রটেকশন অফিসার পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এমপ্লয়মেন্ট নাম্বার- 23/DSW/JGM ।  রাজ্যের যেকোনো প্রান্তের ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য । নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।


পদের নাম-

প্রটেকশন অফিসার (Protection Officer)


শূন্যপদ: 

মোট ১টিট


বয়স সীমা-

০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে । রাজ্যের SC/ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। 


বেতন-

মাসিক বেতন ১৪,০০০ টাকা । 


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা-

যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Geography/History/ English/Political science/Social work/Economics -এ Master's Degree করা থাকতে হবে, তার সাথে সংশিষ্ট কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করতে পারবেন


নিয়োগ পদ্ধতি-

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বার, ইন্টারভিউ ও কম্পিঊটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে ।





আবেদন পদ্ধতি-

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে৷ আবেদন পত্রটি পূরণ হলে বায়োডাটা সহ শিক্ষগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format- এ নিচে দেওয়া ইমেইল এড্রেসে @wcdsw.rcrt@gmail.com  ইমেইল করতে হবে। 


💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


শেষ তারিখ--

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ১ মার্চ 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।


বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 



👇Join Telegram- Click Here👇


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন