ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (Bank Of India PO Recruitment 2023) ৫০০টি শুন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো প্রান্তের ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য। নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।
পদের নাম-
আইটি (IT)অফিসার , ক্রেডিট (credit) অফিসার
শূন্যপদ:
মোট ৫০০টি
(আইটি (IT)অফিসার-১৫০টি , ক্রেডিট (credit) অফিসার-৩৫০টি)
বয়স সীমা-
০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী উপরের প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের ২০-৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
পরীক্ষার নাম-
Bank of India PO Exam 2023
বেতন-
মাসিক বেতন ৩৬০০০ - ৬৩৮৪০ টাকা পর্যন্ত হতে পারে।
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
আইটি (IT) অফিসার -এর জন্য চার বছরের ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্সে টেকনোলজি ডিগ্রী / ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন, ইত্যাদি যেকোনো একটি বিষয়ে ডিগ্রী থাকতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
ক্রেডিট (credit) অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীদের সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে বা সমতুল্য কোনো কোর্স করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন। যোগ্যতার ব্যাপারে আরও জানতে হলে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নিন।
নিয়োগ পদ্ধতি-
প্রথমে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র-
কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী
আবেদন পদ্ধতি-
আবেদনকারীরা সরাসরি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন @www.bankofindia.co.in
আবেদন মূল্য:
ST/SC/PWD : ১৭৫ টাকা করে।
General/OBC/EWS: ৮৫০ টাকা করে।
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
শেষ তারিখ--
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 25 ফ্রেবুয়ারি 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Apply Online:- Click here
- Official Website- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন