মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ অর্থাৎ Important কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
Madhyamik history Last Minute suggestion madhyamik class 10 history suggestion madhyamik history 2023 important mcq question answer.
1. ভারতের কোথায় প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মহারাষ্ট্র
2. জীবনের ঝরাপাতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: সরলা দেবী চৌধুরানীর লেখা। এটি 'ভারতী' পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়.
3. অ্যাকাডেমিক এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮২৮ সালে ডিরোজিও ও তাঁর ছাত্রেরা 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' গঠন করেন।
4. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উত্তর: লর্ড ডালহৌসিকে ।
5. উষা মেহেতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
6. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে?
উত্তর: লাহোর অধিবেশনে।
7. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু।
8. নদীয়া কাহিনী কার লেখা?
উত্তর: কুমুদনাথ মল্লিক।
9. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালের ৩ রা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
10. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: 1814 সালে, রাজা রাম মোহন রায় আত্মীয় সভা গঠন করেছিলেন।
Join Telegram Group- Click Here Subscribe Our Youtube Channel- Click Here
সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in” লিখে GOOGLE –এ সার্চ করুন।
File Details-
মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Format- PDF
No of Pages- 1
File Size- 400 kb
ডাউনলোড করুন ফ্রি পিডিএফ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন