Hot Posts

ফেব্রুয়ারী ১৪, ২০২৩

সরাসরি ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন

চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে/মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য। নিচে বিস্তারিত ভাবে যোগ্যতা, মাসিক আয়, শেষ তারিখ, ইন্টারভিউ এর স্থান সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।




পদের নাম-

Music Teacher, PRT, PGT, TGT & Non Teaching Staff


শুন্যপদ-

২০ টি





যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে:

TGT: Math, Science, Hindi, English, Sanskrit, S.st, Art education. 

PGT: Math, English, BIO, Chemistry,  Physics, Hindi, Comp Science.


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা-

বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তাই আবেদনকারীরা আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। এটি  KVS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী হবে ।




আবেদন পদ্ধতি-

ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না নিচে দেওয়া লিংঙ্কে ক্লিক করে প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিন। এরপর আবেদন পত্রটি পূরণ করে সরাসরি ইন্টারভিউর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত দরকারী কাগজপত্র নিয়ে ইন্টারভিউর জায়গায় যেতে হবে। 

 

ইন্টারভিউয়ের স্থান-

কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাট এবং কেন্দ্রীয় বিদ্যালয় BSF কৃষ্ণনগর।

 

💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে




ইন্টারভিউয়ের তারিখটি হল-

ইন্টারভিউর তারিখ ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ও ২৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে নির্দিষ্ট জায়গায় (উপরে উল্লিখিত) ইন্টারভিউটি নেওয়া হবে। যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।


বিস্তারিত জানতে KVS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন আবেদনকারীরা।



👇Join Telegram- Click Here👇


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন