Hot Posts

জুলাই ১৯, ২০২৩

নবান্ন স্কলারশিপ 2023 সম্পর্কে বিস্তারিত জেনে নিন

 নবান্ন স্কলারশিপ 2023 

সম্পর্কে বিস্তারিত জেনে নিন





✅নবান্ন স্কলারশিপ কী?

রাজ্যের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের তরফ থেকে এই 'নবান্ন স্কলারশিপ' প্রদান করা হয় ।


নবান্ন স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় বৃত্তি। বিভিন্ন কোর্সর নিরিখে এই স্কলারশিপের আবেদন করলে বছরে এককালীন 10 হাজার টাকার অনুদান পাওয়া যায়। যেসব শিক্ষার্থীরা এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলজে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারেন।


✅এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।


1. আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।


2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার (1,20,000) কম হতে হবে।


3. যেসব ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত অন্য কোনো স্কলারশিপ এর সুবিধা পাচ্ছে তারা নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য নয়।


4. এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে, উচ্চমাধ্যমিক পাস করে কলজে এবং কলজে পাস করে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।


* এই  স্কলারশিপে কত শতাংশ নম্বর প্রয়োজন :


উচ্চমাধ্যমিক স্তরে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিকে 50% এর বেশি কিন্ত 60% এর কম নম্বর পেতে হবে।


• স্নাতকস্তরে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিকে 50% এর বেশি কিন্তু 60% এর কম নম্বর পেতে হবে।


• স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য শিক্ষার্থীকে কলজে 50% এর বেশি কিন্তু 53% কম নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে।


6. আবেদন কারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোনো বোর্ড / কাউন্সিল / কলজের শেষ পরীক্ষার পাস করার পর পশ্চিমবঙ্গ রাজ্যের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।


এই স্কলারশিপে কত টাকা পাওয়া যায়:-

নবান্ন স্কলারশিপে আবেদন করলে প্রতিবছর 10000টাকা পাওয়া যায় । তবে কোর্স অনুযায়ী টাকার পরিমান ভিন্ন রকমের হয়। 


✔নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কিকি নথিপত্রের দরকার হয় তা দেখে নিন-


  1. পূর্ববর্তী পরীক্ষার পাশের সংশাপত্র অর্থাৎ Marksheet
  2. বর্তমান কোর্সের ভর্তির প্রমাণপত্র Admission Receipt
  3. সাম্প্রতিক Passport সাইজের রঙিন ছবি।
  4. পরিচয় পত্র (আধার কার্ড / ভোটের কার্ড / রেশন কার্ড )
  5. Self declaration From : বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সহ একটি স্বঘোষণাপত্র। এবং এই ঘোষণাপত্রটিতে বর্তমান কোর্সের বিবরণ,শিক্ষাবর্ষ,সেমিস্টার, অন্যকোনও স্কলারশিপ পেয়েছে কিনা ইত্যাদি উল্লেখ করা থাকবে।
  6. ইনকাম সার্টিফিকেট : DM / SDO / BDO / joint BDO / Executive Officer In Municipality /Deputy Commissioner of Corporation / বা Group A কোনো সরকারি অফিসার দ্বারা প্রদত্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
  7. MP/MLA Recommendation লেটার যেখানে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় উল্লেখ করা থাকবে।
  8. ব্যাংকের পাশ বই ( প্রথম পৃষ্ঠা )
  9. নিজের mobile Number ও Email Id
  10. JEE Rank Card এর কপি (WBJEE বা সমমানের পরীক্ষার জন্য )


উল্লেখিত সমস্ত নথিগুলো Group A কোনো সরকারি অফিসার দ্বারা Attested করতে হবে।


নবান্ন স্কলারশিপে অনলাইন/অফলাইন আবেদন পদ্ধতি:


• নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারীকে এই http://wbcmo.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করতে হবে অথবা অফলাইনেও আবেদন করতে পারেন।


নবান্ন স্কলারশিপ 2023 অনলাইনে আবেদন শুরু, বিস্তারিত জেনে নিন





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন