Hot Posts

মার্চ ৩১, ২০২১

*** গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ***Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams

Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams.Here in this article we are sharing Top General Question & 

 Download free pdf  


*** গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ***

১) ভারতীয় মুদ্রায় 'রুপি' শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?

উঃ- সংস্কৃত ভাষা।

 

২) ভারতের ব্যাঙ্ক নোটে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম কোন গভর্নর সই করেন?

উঃ- জেমস ব্রেইড টেলর।

 

৩) কোন প্রেসে ভারতীয় টাকা এবং সরকারি স্ট্যাম্প পেপার ছাপানো হয়?

উঃ- ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এবং দ্য কারেন্সি নোট প্রেস।

 

৪) বর্তমান ভারতীয় টাকায় '₹' প্রতীকের ডিজাইন

করেছেন কে?

উঃ- উদয় কুমার ধর্মলিঙ্গম।

 

৫) ১৭৭০ সালে কোন ব্যাঙ্ক প্রথম কাগজের ব্যাঙ্ক নোট প্রকাশ করে?

উঃ- ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।

 

৬) ১ টাকার নোটে কার সই থাকে?

উঃ- অর্থ সচিব (ভারত সরকার)।

 

৭) কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে?

উঃ- ২০০০ টাকা।

 

৮) ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কোন ব্যাঙ্ক?

উঃ- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (স্থাপিত ১৯৩৫)।

 

৯) কত সালে 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ভারতে প্রথম কাগজের নোট প্রচলন করে?

উঃ- ১৯৩৮ সালে। 

 

১০) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন?

উঃ- ওসবর্ন স্মিথ।

 

১১) প্রথম ভারতীয় হিসেবে কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন?

উঃ- চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।

 

১২) কত টাকার ভারতীয় নোটে সাগর সম্রাট তৈল আহরণকারী জাহাজের ছবি রয়েছে?

উঃ- ১ টাকা।

 

১৩) কত টাকার ভারতীয় নোটে গন্ডার, হাতি ও বাঘের ছবি রয়েছে?

উঃ- ১০ টাকা।
 

১৪) বর্তমানে নতুন ১০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?

উঃ- কোণার্ক সূর্য মন্দিরের।

 

১৫) কত টাকার ভারতীয় নোটে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের ছবি রয়েছে?

উঃ- ২০ টাকা 

                             Top Gk Questions



 

প্রতিদিন জেলারেল নলেজ আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in

 

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন