27 May 2023 Top Current Affairs in Bengali : ২৭ মে ২০২৩ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs 26 & 27 May 2023: প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। WBP, WBCS, WBPSC, ক্লার্কশিপ, বন সহায়ক, রেল, ব্যাঙ্ক, LIC, স্টাফ সিলেকশন কমিশন সমস্ত পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অনেক সময় প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রার্থীরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না এবং সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়। এই বিষয়টি মাথায় রেখে, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী এবং প্রার্থীদের জন্য বর্তমান বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর উপস্থাপন করছি। আপনি এই প্রশ্নগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন ।
প্র: সম্প্রতি 'আন্তর্জাতিক জাদুঘর দিবস' কবে পালিত হয়েছে?
ক 16 মে
খ. 18 মে
গ. 17 মে
ঘ. 19 মে
উঃ। 18 মে
প্র. সম্প্রতি পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
ক সন্দীপ দীক্ষিত
খ. অনিল ভিজ
গ. এ কে জৈন
ঘ. রাজেন্দ্র প্রসাদ
উঃ। এ কে জৈন
প্র. সম্প্রতি G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
ক হায়দ্রাবাদ
খ. কলকাতা
গ. শ্রীনগর
ঘ. লখনউ
উঃ। শ্রীনগর
পশ্চিমবঙ্গের বন দপ্তরে বন সহায়ক পদে নিয়োগ, আবেদন করুন➡️
প্র: সম্প্রতি কে অল ইন্ডিয়া থিয়েটার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন ?
ক সন্তোষ কুমার
খ. হরিকৃষ্ণ
গ. প্রশান্ত দামলে
ঘ. রাজীব রমন
উঃ। প্রশান্ত দামলে
প্র. সম্প্রতি সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় শেষ হয়েছে?
ক শিলং
খ. ইটানগর
গ. দিসপুর
ঘ. কোহিমা
উঃ। ইটানগর
DVC তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন➡️
প্র. সম্প্রতি কোথায় নতুন ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে?
ক হায়দ্রাবাদ
খ. নাগপুর
গ. লখনউ
ঘ. পুনে
উঃ। লখনউ
প্র. সম্প্রতি মহিলাদের 100 মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজি কোন পদক জিতেছেন?
ক ব্রোঞ্জ
খ. স্বর্ণ
গ. সিলভার
ঘ. A&B
উঃ। স্বর্ণ
পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে জেনে নিন ➡️
প্র. সম্প্রতি টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন কোন দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন?
ক জার্মানি
খ. আমেরিকা
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উঃ। ফ্রান্স
প্র. সম্প্রতি Zomato কোন ব্যাঙ্কের সহযোগিতায় Zomato UPI চালু করেছে?
ক আইসিআইসিআই ব্যাঙ্ক
খ. এসবিআই
গ. ইয়েস ব্যাঙ্ক
ঘ. বন্ধন ব্যাঙ্ক
উঃ। আইসিআইসিআই ব্যাঙ্ক
প্র: সম্প্রতি কে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন?
ক সতেন্দ্র জৈন
খ. মনীশ সিসোদিয়া
গ. কিরেন রিজিজু
ডি. স্মৃতি ইরানি
উঃ। কিরেন রিজিজু
প্যান কার্ড হারিয়ে গেছে? ২মিনিটে পেয়ে যাবেন, কিভাবে জেনে নিন
প্র: সম্প্রতি 'ওয়ার্ল্ড টেলিকম অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে' কবে পালিত হয়েছে?
ক 15 মে
খ. 17 মে
গ. 16 মে
ঘ. 18 মে
উঃ। 17 মে
প্র. সম্প্রতি Paytm-এর সিওও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
ক দলজিৎ সিংখ. অনিল চৌহান
গ. ভবেশ গুপ্ত
উঃ। ভবেশ গুপ্ত
প্র. সম্প্রতি, HPCL কোথায় 500 কোটি টাকা খরচ করে 'ইথানল প্ল্যান্ট' স্থাপন করবে?
ক কর্ণাটক
খ. গুজরাট
গ. হিমাচল প্রদেশ
ঘ. উত্তর প্রদেশ
উঃ। হিমাচল প্রদেশ
Join Telegram Group- Click Here
সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in” লিখে GOOGLE –এ সার্চ করুন।
File Details-
২২ মে কারেন্ট অ্যাফেয়ার্স.pdf
File Format- PDFFile Size- 100 kb
নিচের ফটোটির উপর ক্লিক করে ডাউনলোড করুন FREE পিডিএফ:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন