Hot Posts

মার্চ ২৯, ২০২১

ভারতবর্ষের হাইকোর্টের তালিকা(List of High Courts of India)

Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams.Here in this article we are sharing Top General Question

 Download free pdf

ভারতবর্ষের হাইকোর্টের তালিকা(  List of High Courts of India)


🟥 বর্তমানে ভারতবর্ষে মোট 25 টি হাইকোর্ট রয়েছে।


🟥 কোলকাতা হাইকোর্ট ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1 লা জুলাই 1862 সালে।

 
🟥 ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও উক্ত রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন।


🟥 হাইকোর্টের একজন বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত তাঁর পদে থাকতে পারেন।
2000 সালে মোট তিনটি -কোর্ট প্রতিষ্টিত হয় – উত্তরাখন্ড হাইকোর্ট, ঝাড়খন্ড হাইকোর্ট ও ছত্তীসগড় হাইকোর্ট।

 
🟥 2013 সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট ও মনিপুর হাইকোর্ট।

 
🟥 2019 সালে মোট দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ও তেলেঙ্গানা হাইকোর্ট।




প্রতিদিন জেলারেল নলেজ আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in

 

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন