Hot Posts

মার্চ ২৭, ২০২১

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর download free pdf

Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams.Here in this article we are sharing Top General Question & 

 Download free pdf


*** গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ***

 


    


১) 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
a) লর্ড ক্যানিং            b) জন মাথাই     
C) হেস্টিংস                d) কোনটিই নই

Answer :- a) লর্ড ক্যানিং

1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।


২) বিন্ধ্যচল ও সাতপুরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী??
a) সিন্ধু নদী         b)  নর্মদা নদী
C) গোদাবরী        d) কোনটিই নই

Answer:- b)  নর্মদা নদী

৩) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?
a) সিন্ধু          b) গোদাবরী
C) কাবেরী     d) কোনটিই নই

Answer:- C) কাবেরী

৪) কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়?

a) ব্যাঙ্গালোরকে          b) হরিদ্বারকে  
C) কলকাতাকে           d) কোনটিই নই

Ans:- a) ব্যাঙ্গালোরকে

বেঙ্গালুরু, যা দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কারণে 'বিজ্ঞান নগরী' হিসাবে পরিচিত

৫) ‘জাতীয় ক্রীড়া দিবস' কোন দিন পালিত হয়?
a) ২৯ আগস্ট           b) ২৮ আগস্ট
c) ২৭ আগস্ট            d) কোনটিই নই

Answer :- a) ২৯ আগস্ট 

প্রতিবছর 29 সে আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় । এই দিনেই জন্ম গ্রহণ করেছিলেন হকির জাদুগর ধ্যানচাঁদ । তার জন্মদিন টিকেই স্মরণ করেই তাকে শ্রদ্ধা জানাতে 29 সে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

৬) ‘আগা খান কাপ’ কোন খেলার সাথে যুক্ত?

a) ফুটবল         b) টেনিস
c) হকি             d) কোনটিই নই

Answer: - c) হকি   

৭) মুরুগুমা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
a) বাঁকুড়া             b) উত্তর দিনাজপুর  
c) পুরুলিয়া          d) কোনটিই নই

Answer:- c) পুরুলিয়া

৮) রকেটে কি ধরনের জ্বালানী ব্যাবহার করা হয়?

a) তরল হাইড্রোজেন         b) পেট্রোল  
C) ডিজেল                      d) কোনটিই নই

Answer: - a) তরল হাইড্রোজেন


৯) ভারতের কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত?
a) ওড়িশা         b) বিহার
c) গুজরাট       d) কোনটিই নই

Answer:- a) ওড়িশার কটক শহরে 

সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি ওড়িশার কটক শহরে অবস্থিত । এটি এশিয়ার বৃহত্তম ধান গবেষণা ইনস্টিটিউট।

১০) বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত?
a) সেয়ার বাজার         b) ক্রিকেট
C) টেনিস                   d) কোনটিই নই

Answer:- a) সেয়ার বাজার 

বুল এবং বিয়ার শব্দ দুটি সেয়ার বাজারের সাথে যুক্ত

১১) ‘দুধসাগর জলপ্রপাত’ ভারতের কোথায় অবস্থিত?
a) গোয়া          b) উত্তরপ্রদেশ   
C) ছত্রিশগড়      d) কোনটিই নই

Answer :- a) গোয়া 

১২) পালারুবি জলপ্রপাত টি কোথায় অবস্থিত?
a) মহারাষ্ট্র          b) গুজরাট
c) কেরালা          d) কোনটিই নই

Answer:- c) কেরালা

১৩) বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলায় অবস্থিত?
a) জলপাইগুড়ি         b) পুরুলিয়া  
c) বর্ধমান                 d) কোনটিই নই

Answer:- a) জলপাইগুড়ি 

বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সদুয়ার এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত?

১৪) ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন?
a) ভগত সিং          b) বাল গঙ্গাধর তিলক
c) সুভাষ চন্দ্র বসু    d) কোনটিই নই

Answer:- a) ভগত সিং

১৫) লোখটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) মণিপুর          b) আসাম
C) তামিলনাড়ু     d) কোনটিই নই

Answer:- a) মণিপুর 
লোখটাক হ্রদটি ভারতের মণিপুর রাজ্যের মাইরাঙে অবস্থিত।

১৬)  হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে ?
a) কার্কুমিন        b) মরফিন
c) অ্যালিসিন        d) কোনটিই নই

Answer: - a) কার্কুমিন 

হলুদের কার্কুমিন নামক যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে

১৭) গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?
a) এলাহাবাদ        b) আগ্রা
c) বারানসি          d) কোনটিই নই

Answer:- a) এলাহাবাদ

১৮) সুন্দরবন ইউনেস্কোর “World Heritage Site” এর তালিকায় কবে স্থান পাই ?
a) ১৯৮৭ সালে             b) ১৯৮৮ সালে
c) ১৯৮৯ সালে             d) কোনটিই নই

Answer: - a) ১৯৮৭ সালে 

১৯৮৭ সালে সুন্দরবন ইউনেস্কোর World Heritage Site এর তালিকায় স্থান পাই

১৯) আম্বেদকর স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত?
a) কটক     b) কোলকাতা
C) দিল্লী    d) কোনটিই নই

Answer:- C) দিল্লী

২০) চন্দ্রপ্রভা অভয়ারণ্যটি ভারতের কোথায় অবস্থিত?

a) অরুণাচল প্রদেশ     b) উত্তর প্রদেশ
c) আসাম                  d) কোনটিই নই

Ans:- b) উত্তর প্রদেশ  
চন্দ্রপ্রভা বন্যজীবন অভয়ারণ্য, যা চন্দ্রপ্রভা নামেও পরিচিত, মধ্য ভারতের উত্তর প্রদেশ রাজ্যের চান্দৌলি জেলায় অবস্থিত

                             Top Gk Questions 




প্রতিদিন জেলারেল নলেজ আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in

 

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন