Hot Posts

আগস্ট ০৭, ২০২৪

পশ্চিমবঙ্গে ৩৩০০০ শূন্যপদে নতুন ICDS কর্মী নিয়োগ শুরু | ICDS Recruitment 2024




ICDS Worker & Helper Recruitment 2024: পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ৩২৬৫৯ টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হচ্ছে। বিধানসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়ে দিলেন রাজ্যে ৩২৬৫৯ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে আবেদন শুরু হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে কবে থেকে আবেদন শুরু হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে।

পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)

শূন্যপদ :-

মোট ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী ( Anganwadi Worker) এবং সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ করা হবে । যার মধ্যে ২০৬৩১ জন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ এবং ১২০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে।

বয়স:-

অঙ্গনওয়াড়ি কর্মী ( Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwadi Helper) পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে প্রার্থীদের বয়স থাকতে হবে। এছাড়া রাজ্যের SC,ST,OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বেতন :-

অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসে ৬৮০০ টাকা বেতন দেয়া হয়।

নিয়োগ পদ্ধতি (Icds Worker Recruitment 2024) :-

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে । এই পরীক্ষায় পাশ করলে ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে । সফল হলে চাকরি পাবেন।


লিখিত পরীক্ষার সিলেবাস:-

1) মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০ টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – ১৫ নাম্বার
2) পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – ২০ নাম্বার
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- ১৫ নাম্বার
4) ইংরেজি- ২০ নাম্বার
5) সাধারণ জ্ঞান- ২০ নাম্বার

আবেদন পদ্ধতি: (Icds Kormi Recruitment 2024):-

অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে আবেদন করা যায়। জেলা ভিত্তিক অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় । এবং অফলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট অফিসে আবেদন পত্র জমা করতে হয়।

বর্তমানে রাজ্যের বেশ কিছু জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে সেগুলি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:-

 

পশ্চিম বর্ধমান জেলায় আবেদন শুরু হয়েছে (Anganwadi Worker Recruitment 2024 West Bengal) :-


কোচবিহার জেলায় আবেদন শুরু হয়েছে (Icds Worker Recruitment 2024 West Bengal) :-


বাঁকুড়া জেলায় আবেদন শুরু হয়েছে:-



উত্তর ২৪ পরগনা জেলার আবেদন (Icds Recruitment 2024):-

  • অফিসিয়াল নোটিশ :- DOWNLOAD HERE
  • অ্যাপ্লিকেশন ফর্ম - DOWNLOAD HERE
  • Online আবেদন করার লিংক:- CLICK HER

     

    পরবর্তী জেলার আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এক্ষুনি জয়েন করুন- Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন