Hot Posts

জুলাই ০৬, ২০২২

রামকৃষ্ণ মিশনে (Ramkrishna Mission) গ্রুপ ডি ও শিক্ষক পদে নিয়োগ, অফলাইনে আবেদন করুন

 



মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি PEON ও বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ Offline এ আবেদন করতে হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- পিওন (PEON) ও সহকারী শিক্ষক (Assistant Teacher) 


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স পিওন পদের জন্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। 

 

শিক্ষাগত যোগ্যতা-

Group D-Peon:-

  1. অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 
  2. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 

Assistant Teacher:-

  1. বিএড পাস করে থাকতে হবে। 
  2. টেট পাস হতে হবে। 
  3. শিক্ষক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 
  4. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


আরও চাকরির খবর- 

💁রাজ্যের স্বাস্থ্য দপ্তরে CHA পদে নিয়োগ, আবেদন চলছে

💁ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


মাসিক বেতন- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে কিছু বলা নেই। 





নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন ফি- জেনারেল প্রার্থীদের জন্য 500 টাকা এবং এস সি, এস টি ও ওবিসি প্রার্থীদের জন্য 400 টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নিন্মলিখিত ঠিকানায় জমা করতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবেন "Application for the post of..... "


প্রয়োজনীয় ডকুমেন্টস-

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  2. বয়সের প্রমাণপত্র
  3. জাতিগত শংসাপত্র
  4. অভিজ্ঞতার শংসাপত্র
  5. নিজের সই করা ছবি
  6. ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র
  7. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


🤷‍♀️রেশন কার্ডে মোবাইল নম্বর কীভাবে লিঙ্ক অথবা আপডেট করবেন দেখুন


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- । Mansadwip Ramakrishna Mission High School, Manasadwip, Sagar, South 24 Parganas, West Bengal, Pin-743373. 


আবেদন করার শেষ তারিখ- ০৪ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ১৬ জুলাই ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

Official Notice- 
Group D (Peon):- Download Now
Assistant Teacher:- Download Now
Application Form- 
Group D- Download Now
Assistant Teacher- Download Now
Official Website- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন