রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে বীরভূম জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
শুন্যপদ- 10 টি
বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
- ANM/GNM কোর্স পাস করে থাকতে হবে।
- প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
- বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
মাসিক বেতন- ১৩,০০০ টাকা
নিয়োগ পদ্ধতি- কোনো লিখিত পরীক্ষা হবেনা । সরাসরি মেধার ভিত্তিতে ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তবে খামের ওপর অবশ্যই লিখবে "Application for the post of..... "
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the Chief Medical Officer of Health (DPMU Section Room No.7), New administrative building, old outdoor campus, PO-Suri, District-Birbhum, Pin-731101, West Bengal.
আবেদন ফি- জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং এস সি, এস টি ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে।
আবেদন করার শেষ তারিখ- ২২ জুন ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ০৮ জুলাই ২০২২ বিকাল ৪ টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন