Hot Posts

জুলাই ০১, ২০২২

৬০৩৫ টি শূন্যপদে ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ - IBPS Clerk Recruitment 2022 - Apply Online 6035 Posts @ibps.in

  


IBPS (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) দ্বারা সারা দেশে 11টি পাবলিক সেক্টর ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের জন্য Official বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- ক্লার্ক (Clerk) 


শুন্যপদ- ৬০৩৫ টি

রাজ্যের নামমোট পোস্টরাজ্যের নামমোট পোস্ট
আন্দামান ও নিকোবর04অন্ধ্র প্রদেশ209
অরুণাচল প্রদেশ14আসাম157
বিহার281চণ্ডীগড়12
ছত্তিশগড়104দাদার নগর/দমন দিউ01
দিল্লি এনসিটি295গোয়া71
গুজরাট304হরিয়ানা138
হিমাচল প্রদেশ91জম্মু ও কাশ্মীর35
ঝাড়খণ্ড৬৯কর্ণাটক358
কেরালা70লক্ষদীপ05
মধ্য প্রদেশ309মহারাষ্ট্র775
মণিপুর04মেঘালয়06
মিজোরাম04নাগাল্যান্ড04
ওড়িশা126পুদুচেরি02
পাঞ্জাব407রাজস্থান129
সিকিম11তামিল নাইডু288
তেলেঙ্গানা99ত্রিপুরা17
উত্তর প্রদেশ1089উত্তরাখণ্ড19
পশ্চিমবঙ্গ528মোট6035


অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির তালিকা নীচে দেওয়া হল।

ব্যাঙ্ক অফ বরোদাকানারা ব্যাঙ্ক    ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাংক
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াভারতের কেন্দ্রীয় ব্যাংকপাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক


বয়স সীমা- ০১/০৭/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে । শুধুমাত্র সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় স্নাতক(Graduation) পাস হতে হবে।
  2. কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
  3. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- ১৯,৯০০-৪৭,৯২০/- টাকা




নিয়োগ পদ্ধতি- দুটি পর্যায়ে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হল। 


আবেদন ফি- জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং এস সি, এস টি প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন করার শেষ তারিখ- ০১ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

Official Notice- Download Now
Apply Online- Click Here
Official Website- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন