Hot Posts

জুলাই ০৩, ২০২২

রাজ্যে পৌরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার পদে নিয়োগ, অনলাইনে আবেদন করুন

  



West Bengal Municipal Service Commission -এর তরফে সিভিল,মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগে সাব অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার পদে নিয়োগের জন্য ৩টি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।


পদের নাম- সাব অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার (Sub Assistant Engineer) 


মোট শুন্যপদ- ৬২ টি (সিভিল-৪২টি, মেকানিক্যাল-১৩টি, ইলেকট্রিক্যাল-৭টি) 


বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে । 

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. আবেদনকারীকে সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। 
  2. আরও জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। 


মাসিক বেতন- Pay Lavel-12 অনুযায়ী বেতন দেওয়া হবে। 


আরও চাকরির খবর: ব্যাঙ্কে ৬ হাজার ক্লার্ক নিয়োগ


নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি- সম্পূর্ণ Online এ প্রার্থীদের আবেদন করতে হবে এবং প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। নিচে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। 


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 
  2. আধার অথবা ভোটার কার্ড। 
  3. অভিজ্ঞতার সার্টিফিকেট। 
  4. বয়সের প্রমাণ পত্র। 
  5. কাস্ট সার্টিফিকেট। 
  6. সাথে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। 


আবেদন ফি- জেনারেল প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং এস সি, এস টি প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন করার শেষ তারিখ- ০৭ জুলাই ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন চলবে ০৬ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত। 


** আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে, বুঝে তার পর আবেদন করুন। **


🌐Important Links

Official Notice Download Link-
  1. ইলেকট্রিক্যাল- Download Now
  2. সিভিলDownload Now
  3. মেকানিক্যালDownload Now

Apply Online- Click Here
Join Telegram- Click Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন