Hot Posts

ফেব্রুয়ারী ১৩, ২০২৩

অষ্টম শ্রেণী পাসে রাজ্যে হোম গার্ড নিয়োগ, আবেদন চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

পশ্চিম মেদনীপুর জেলা পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন থানায় অষ্টম শ্রেণী পাশে হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ/মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।




পদের নাম-

হোম গার্ড (Home Guard)

শূন্যপদ: 

মোট ১০০ টি


থানা অনুযায়ী শূন্যপদ-

( কোতোয়ালী-১২ , শালবনী-১০ , খড়গপুর লোকাল-৩২ , ডেবরা-১২ , দাঁতন-৮ , গড়বেতা-১০ , নারায়ণগড়-৮  , বেলদা-৮ ) 


বয়স সীমা-

০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের ১৮-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।


বেতন-

দৈনিক ৫৬৫ টাকা


 💠ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একাধিক শূন্য পদে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন


শিক্ষাগত যোগ্যতা-

অষ্টম শ্রেণী পাস । বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 






আবেদন পদ্ধতি-

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রতিটি প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে সংশ্লিষ্ট থানায় গিয়ে জমা করে আসতে হবে। 


নিয়োগ পদ্ধতি-

শারীরিক মাপ জোক, দৌড় ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 


💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


শেষ তারিখ--

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 17 ফ্রেবুয়ারি 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।


বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 

নোট- একটি জনপ্রিয় সংবাদ পত্রে এই খবর টি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের ভিত্তিতে এই নিয়োগ সংক্রান্ত তথ্যটি তুলে ধরা হলো। 



👇Join Telegram- Click Here👇


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন