পশ্চিম মেদনীপুর জেলা পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন থানায় অষ্টম শ্রেণী পাশে হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ/মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।
পদের নাম-
হোম গার্ড (Home Guard)
শূন্যপদ:
মোট ১০০ টি
থানা অনুযায়ী শূন্যপদ-
( কোতোয়ালী-১২ , শালবনী-১০ , খড়গপুর লোকাল-৩২ , ডেবরা-১২ , দাঁতন-৮ , গড়বেতা-১০ , নারায়ণগড়-৮ , বেলদা-৮ )
বয়স সীমা-
০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের ১৮-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
বেতন-
দৈনিক ৫৬৫ টাকা
💠ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একাধিক শূন্য পদে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা-
অষ্টম শ্রেণী পাস । বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রতিটি প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে সংশ্লিষ্ট থানায় গিয়ে জমা করে আসতে হবে।
নিয়োগ পদ্ধতি-
শারীরিক মাপ জোক, দৌড় ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
শেষ তারিখ--
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 17 ফ্রেবুয়ারি 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
⭐নোট- একটি জনপ্রিয় সংবাদ পত্রে এই খবর টি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের ভিত্তিতে এই নিয়োগ সংক্রান্ত তথ্যটি তুলে ধরা হলো।
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Application Form:- Download Now
- Daily Job Update- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন