India post payment Bank (IPPB)-এ একাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার এমপ্লয়মেন্ট নম্বর হল- IPPB/HR/CO/RECT./2023-23/04 । রাজ্যের যেকোনো প্রান্তের ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য। নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।
পদের নাম-
চিপ ম্যানেজার(chief manager) (IT)
শূন্যপদ:
মোট ২টি
পদের নাম-
সিনিয়ার ম্যানেজার(senior manager)(IT)
শূন্যপদ:
মোট ৫টি
পদের নাম-
ম্যানেজার (Manager) (IT)
শূন্যপদ:
মোট ৯টি
পদের নাম-
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(Assistant manager) (IT)
শূন্যপদ:
মোট ১০টি
পদের নাম-
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior assistant)
শূন্যপদ:
মোট ১৫টি
বয়স সীমা-
০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী উপরের প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
বেতন-
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে অন্তত গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে । প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই ডিপার্টমেন্ট অফ পোস্টে (DOP) কর্মরত হয়ে থাকতে হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তার পাশাপাশি অন্যান্য পেশাগত কোর্সগুলি করে রাখতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন পদ্ধতি-
উপরের প্রতিটি পদে আবেদন করতে হলে সরাসরি ইমেলের মাধ্যমেই করতে হবে। একটা নির্দিষ্ট আবেদন পত্র পূরণ করে তার সঙ্গে দরকারী নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে ।
আবেদনপত্র পাঠানোর Email id- careers@ippbonline.in
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
শেষ তারিখ--
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 28 ফ্রেবুয়ারি 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Application Form:- Download Now
- Official Website- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন