সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা পৌরসভাতে। রাজ্যের যেকোনো প্রান্তের ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য। নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, মাসিক আয়, শেষ তারিখ, ইন্টারভিউ এর স্থান সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।
পদের নাম-
মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে
শুন্যপদ-
২9 টি
আবেদনকারীদের সংস্থা:
কলকাতা পৌরনিগম বা Kolkata Municipal Corporation
বয়স সীমা-
০১/০2/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছর ।
বেতন-
প্রতি মাসে বেতন পাবেন ৬০ হাজার টাকা।
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
নিয়োগ পদ্ধতি-
শিক্ষাগত যোগ্যতার নাম্বার ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন মূল্য:
এখানে আবেদনকারীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
ইন্টারভিউয়ের স্থান- Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Room No. 254, 2nd Floor, PMU Kolkata -70001
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
ইন্টারভিউয়ের তারিখটি হল-
এই মাসের ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নির্দিষ্ট জায়গায় (উপরে উল্লিখিত) ইন্টারভিউটি নেওয়া হবে। আর মাত্র ২ দিন বাকি যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
বিস্তারিত জানতে কলকাতা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন আবেদনকারীরা।
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Application Form:- Download Now
- Official Website- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন