Hot Posts

ফেব্রুয়ারী ১৭, ২০২৩

ভারতীয় পরিসংখ্যান বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ,বেতন ৩১ হাজার টাকা, আবেদন করুন




ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে 'জুনিয়র রিসার্চ ফেলো' পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমপ্লয়মেন্ট নাম্বার– PU/507/ADV/1055 ।  রাজ্যের যেকোনো জেলার ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য । নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।


পদের নাম-

জুনিয়র রিসার্চ ফেলো


শূন্যপদ: 

মোট ১টি


বয়স সীমা-

০১/০২/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে । SC/ST/OBC/মহিলা প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। 


বেতন-

মাসিক বেতন ৩১,০০০ টাকা । 


 💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা-

যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে electronics/electrical engineering/ Computer Science/ information technology-তে M.E/M.Tech Degree করা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। 



আবেদন পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউ এর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে।


💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে


ইন্টারভিউ  তারিখ- 

৬ মার্চ 2023 ।


ইন্টারভিউ স্থান-

9th Floor, Satyan Bose Bhavan (Library Building) of the Indian Statistical Institute, Kolkata

 

বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 



👇Join Telegram- Click Here👇


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন