ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে 'জুনিয়র রিসার্চ ফেলো' পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমপ্লয়মেন্ট নাম্বার– PU/507/ADV/1055 । রাজ্যের যেকোনো জেলার ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন পোস্টগুলোর জন্য । নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।
পদের নাম-
জুনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদ:
মোট ১টি
বয়স সীমা-
০১/০২/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে । SC/ST/OBC/মহিলা প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন-
মাসিক বেতন ৩১,০০০ টাকা ।
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে electronics/electrical engineering/ Computer Science/ information technology-তে M.E/M.Tech Degree করা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউ এর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে।
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
ইন্টারভিউ তারিখ-
৬ মার্চ 2023 ।
ইন্টারভিউ স্থান-
9th Floor, Satyan Bose Bhavan (Library Building) of the Indian Statistical Institute, Kolkata
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Application Form :- Click here
- Official Website- Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন