Hot Posts

ফেব্রুয়ারী ১৮, ২০২৩

Daily Current Affairs in Bengali 18 February 2023 - দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের বাংলা 2023 সালের প্রশ্ন। WBP, WBCS, WBPSC, ক্লার্কশিপ, রেল, ব্যাঙ্ক, LIC, স্টাফ সিলেকশন কমিশন সমস্ত পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।  নিয়মিত বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অধ্যয়ন করুন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুন।

Daily Current Affairs Questions in Bengali 2023. It is very important for all exams like WBP, WBCS, WBPSC, Clerkship, Rail, Bank, LIC, Staff Selection Commission exams. 


1.  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের কোথায় "জল জন অভিযানের" উদ্বোধন করলেন? 

উত্তর: রাজস্থানের সিরোহি জেলার আবু রোডে কার্যত জল জন অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

2.  বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর সম্প্রতি কোথায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের আবক্ষ মূর্তি উন্মোচন করেন? 

উত্তর: বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি সুভাতে ইন্ডিয়া হাউসে সর্দার বল্লভভাই প্যাটেলের আবক্ষ মূর্তি উন্মোচন করেন।

3. সম্প্রতি কোন ব্যাঙ্ক প্রথম UPI LITE পরিষেবা লঞ্চ করেছে?

উত্তর: পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক প্রথম UPI LITE পরিষেবা লঞ্চ করলো।


4. সম্প্রতি ইউটিউবের নতুন CEO হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর: YouTube-এর পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হবেন একজন ভারতীয়-আমেরিকান, নীল মোহন। 

5. সম্প্রতি কোন ব্যাঙ্ক ইলেকট্রনিক গ্যারান্টি স্কিম চালু করেছে? 

উত্তর: পাবলিক সেক্টর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সম্প্রতি ন্যাশনাল ই-গভর্ন্যান্স সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় ইলেক্ট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম চালু করেছে। 

6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন উৎসবের উদ্বোধন করলেন?

উত্তর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামেস্টেডিয়াম, নয়াদিল্লিতে জাতীয় আদী মহোৎসবের উদ্বোধন করেছিলেন। 


7. ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে কোন শহর রয়েছে?

উত্তর: ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মুম্বাই। 

8. সম্প্রতি ইফকো ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টের উদ্বোধন করেন কে?

উত্তর: কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুর মান্ডাভিয়া উত্তরপ্রদেশের আওনালা ও ফলপুরে IFFCO ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টের উদ্বোধন করেছেন। 

9. 9.   সম্প্রতি ভারতের কোথায় প্রথম "AC Double Decker" বাস পরিষেবা চালু হলো?

উত্তর: মুম্বাই এ প্রথম "AC Double Decker" বাস পরিষেবা চালু হলো। 

10. বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?

উত্তর: মহম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। 


Join Telegram GroupClick Here           Subscribe Our Youtube Channel- Click Here



সরকারি চাকরির আপডেট, জেনারেল নলেজ পিডিএফ ও মকটেস্ট বিনামুল্যে পেতে “Examdisha.in” লিখে GOOGLE –এ সার্চ করুন।








File Details-
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ফেব্রুয়ারি ২৩ প্রশ্ন উত্তর
File Format- PDF
No of Pages- 2
File Size- 400 kb                  

                        

                      ডাউনলোড করুন ফ্রি পিডিএফ      


     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন