Hot Posts

ফেব্রুয়ারী ১৯, ২০২৩

মাধ্যমিক পাসে রাজ্যে ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন করুন



LDC Recruitment 2023 West Bengal: রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট( DM )অফিসে চুক্তিভিত্তিতে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর ও কাউন্সিলার পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এমপ্লয়মেন্ট নাম্বার- 110/SW/paschimBradhaman. নিচে বিস্তারিত ভাবে আবেদনকারীর যোগ্যতা, বয়সসীমা, মাসিক আয়, শেষ তারিখ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে।


পদের নাম-

বেঞ্চ ক্লার্ক (Bench Clerk), ডাটা এন্ট্রি অপারেটর ও কাউন্সিলার 


শূন্যপদ: 

মোট ৩টি


বয়স সীমা-

০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের প্রতিটি পদের জন্য বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে । রাজ্যের SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। 


বেতন-

মাসিক বেতন ১৩,৫০০ টাকা । 


চাকরির খবর: ভারতীয় পরিসংখ্যান বিভাগে কর্মী নিয়োগ, আবেদন চলছে


শিক্ষাগত যোগ্যতা-

বেঞ্চ ক্লার্ক (Bench Clerk):

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) হতে হবে তার সাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


এলডিসি কাম টাইপিস্ট(LDC Cum Typist):

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে তার সাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


কাউন্সিলার (counsellor):

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি (Psychology)-তে গ্রাজুয়েট, দুই বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে আবেদন করতে পারবেন।





নিয়োগ পদ্ধতি-

আবেদনকারীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও কম্পিঊটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে ।






আবেদন পদ্ধতি-

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে৷ আবেদন পত্রটি পূরণ হলে বায়োডাটা সহ শিক্ষগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format- এ নিচে দেওয়া ইমেইল এড্রেসে @jjbpsbdn@gmail.com  ইমেইল করতে হবে। 



শেষ তারিখ--

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২ মার্চ 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।


বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
 


 

প্রতিদিন সরকারি চাকরির আপডেট ও বিনামূল্যে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পেতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
👇Join Telegram- Click Here👇


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন