সাধারণ জ্ঞান
GK 2021 General Knowledge in Bengali Bengali GK 2021 - General Knowledge in Bengali
✅বিখ্যাত কোন গুপ্ত সম্রাট শকদের পরাজিত করে শুকরি উদ নেন ?
উঃ- 3৪৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্ত শক রাজ তৃতীয় দ্রসীমাকে হত্যা করে শক সত গুপ্ত সম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন ।
✅কোন গুপ্ত রাজা শুকারি উপাধি গ্রহন করেন ?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
✅কোন রাজা প্রথম ভারতে রোমান স্বর্ণমুদ্রার অনুকরণে । প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন ?
উঃ- বিম কফিসেস ।
✅কোন রাজা ইয়েনকাওচেন নামে পরিচিত ছিলেন ?
উঃ- বিম কফিসেস ।
✅বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক চরক কার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ?
উঃ কনিষ্কের ।
✅কনিষ্কের প্রধানমন্ত্রী ছিলেন ?
উঃ-রাজনীতিবিদ মাথর ।
✅ বুদ্ধচরিত ' কার রচনা ?
উঃ অশ্বঘােষের ( সৌন্দরানন্দ , সারিপুত্র প্রকরণ বই দুটিও অশ্বঘােষ রচনা করেন ) ।
✅কুষাণ যুগে কোন পথের মধ্য দিয়ে চীন ও ব্লোমের সাথে বাণিজ্য হত ?
উঃ রেশম পথ ( Silk Route ) ।
✅কোন গ্রন্থকে তামিল সাহিত্যের বাইবেল বলা হয় ?
উঃ তিরুবন্ধুভার রচিত তিরুকুরালকে ।
✅তামিল ভাষায় মহাভারত রচনা করেন কে ?
উঃ পেরুনদেবানর ।
✅কোন সাহিত্য থেকে আমরা চোল ও চেরদের সম্পর্কে জানতে পারি ?
উঃ সঙ্গম সাহিত্য ।
✅পান্ড্যদের রাজধানী কোথায় ছিল ?
উঃ মাদুরাই ( তেনমাদুরাই ) ।
✅ রাজকীয় প্রতীক কি ছিল ?
উঃ পােনা মাছ ।
নিচের লিংকে ক্লিক করে pdf ডাউনলোড করুন
History Gk question answer set--1
History Gk question answer set--2
History Gk question answer set--3
ভূগোলের সেরা প্রশ্ন উত্তর
General knowledge Question and answer set -1
General knowledge question and answer set -2
Download
সেরা প্রশ্ন উত্তর
Top Questions answer--4
Hey, Thanks for your nice blog and very effective information about GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job
উত্তরমুছুন