Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing Top General Knowledge Question & Answers.
*** ২৫টি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ***
⭕পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল ?
উঃ 1526 খ্রিস্টাব্দে ।
⭕আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উঃ লর্ড আরউইন ।
⭕ পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল ?
উঃ আফগান প্রধান আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল
⭕" দি ইন্ডিয়ান স্ট্রাগল " গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ-সুভাষচন্দ্র বসু ।
⭕ভারতের নৌ - সেনাবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয় ?
উঃ 1946 খ্রিস্টাব্দের 18 ই ফেব্রুয়ারি বােম্বাই - এ নৌ - সেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয় ।
⭕মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?
উ : বিনায়ক দামােদর সাভারকর ।
⭕শের - ই - বঙ্গাল নামে কে খ্যাত ?
উঃ ফজলুল হক শের - ই - বঙ্গাল নামে খ্যাত ।
⭕ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?
উ : বেঙ্গল গেজেট
⭕ ' দিল্লী চলাে ' কে ডাক দিয়েছিলেন ?
নেতাজী সুভাষচন্দ্র বসু ।
⭕সােমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ : দ্বারকানাথ বিদ্যাভূষণ
⭕ অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি হয় ?
উ : গুপ্ত যুগে
⭕সন্ধ্যাকার নন্দি নিজেকে কি বলতেন ?
উঃ- কলিকালের বাল্মীকি
⭕কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি পান ?
উঃ-বিম কনফিস
⭕ এশিয়ার আলাে কাকে বলা হয় ?
উ : গৌতম বুদ্ধকে
⭕ উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন
উ : হর্ষবর্ধন
⭕ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উঃ-ভূপেন্দ্রনাথ দত্ত ।
⭕ কলকাতা মাদ্রাসার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উ : ডেনিশন রস
⭕জিম্মি শব্দের অর্থ কি ?
উঃ-আশ্রিত প্রজা
⭕বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি ?
উঃ- সমাচার দর্পণ
⭕ দ্বিতীয় গােলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ- দ্বিতীয় গােলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়
⭕ দ্বিতীয় গােলটেবিল বৈঠকে কে যােগদান করেন ?
- দ্বিতীয় গােলটেবিল বৈঠকে গান্ধীজি যােগদান করেন ।
⭕পুণা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উঃ- মহাখা গান্ধী ও ডঃ বি , আর , আম্বেদকরের মধ্যে পুণা চুক্তি সম্পাদিত হয় ।
⭕ইউরোপ থেকে ভারতে আসার নতুন জলপথ কে আবিষ্কার করেন ?
উঃ-ভাঙ্কো - দা- গামা ।
⭕ঋষিক কাদের বলা হত ?
উঃ-প্রাচীন ভারতের কুষান দের
⭕কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয় ?
উঃ ১৯০৭ সালে
প্রতিদিন জেলারেল নলেজ আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন