Hot Posts

মার্চ ২৬, ২০২৪

WB ICDS Anganwadi Recruitment 2024 : জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, অনলাইন আবেদন শুরু






ICDS Worker Recruitment 2024: পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে প্রায় 35 হাজার শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। এই অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় একে একে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। আবারো নতুন করে পশ্চিমবঙ্গে আরও একটি জেলায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে।


ICDS Recruitment 2024: Apply Now

☑️পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী

☑️মোট শূন্যপদ- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন


ICDS Worker & Helper Recruitment 2024: Download PDF


বয়স সীমা- ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 

Paytm Payments Bank: ২৯ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে পেটিএম ব্যাঙ্কিং পরিষবা, আপনি ব্যবহার করেন?


শিক্ষাগত যোগ্যতা- অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এবং প্রাথীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।



আবেদন পদ্ধতি-প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোন পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না ।


নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখুন।


আবেদন ফি- শুন্য 


আরও চাকরির খবর: Wb Govt Job 2024 : রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরে অষ্টম শ্রেণী পাসে চাকরি, আবেদন করুন

 



প্রয়োজনীয় ডকুমেন্টস্-

  1. বয়সের প্রমাণপত্র
  2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টফিকেট
  4. কাস্ট সার্টিফিকেট
  5. সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ফটো । 

 

নিয়োগের স্থান-  মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে এই নিয়োগটি করা হবে। প্রার্থী যে গ্রামের শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন কোন গ্রামে নিয়োগ করা হবে, আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই দেখুন।

 

💠Wb Group D Recruitment 2024 : অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন করুন


আবেদন করার শেষ তারিখ- ১ মার্চ ২০২৪ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং শেষ তারিখ ৩১ মার্চ ২০২৪ । 


 

গুরুত্বপূর্ন তারিখ-

আবেদন শুরুর তারিখ:- 01/03/2024

আবেদনের শেষ তারিখ:- 31/03/2024

 

Official Notice:Download Now

Apply Online:- Click here

Official Website- Click Here
Join Telegram- Click Here

 


 


 

 *সমস্ত পরীক্ষার ফ্রি অনুশীলন সেট PDF ডাউনলোড করুন অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট www.examdisha.in দেখুন



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন