Hot Posts

ফেব্রুয়ারী ০২, ২০২৪

Paytm Payments Bank: ২৯ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে পেটিএম ব্যাঙ্কিং পরিষবা, আপনি ব্যবহার করেন?


Paytm Payments Bank Closed: চলতি মাসেই Paytm বন্ধ করছে RBI, এবার ইনস্টল করবেন কোন অ্যাপ?

এবার বড় ধাক্কা পেটিএমের, ৩১ জানুয়ারি, বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) বেশকিছু পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে।পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা আসার পর থেকে চিন্তায় পড়েছেন। ২০২২ সালে পেটিএমকে আরবিআই নির্দেশ দিয়েছিল নতুন করে কোনও গ্রাহকের আর রেজিস্ট্রেশন করা যাবে না। তার পরও দিনের পর দিন অডিটে বেশ কিছু বেনিয়ম করেছে পেটিএম। লাগাতার নিয়মভঙ্গের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আরবিআই সূত্রে খবর।



Paytm Payments Bank services: ২৯ ফেব্রুয়ারিই শেষ! আর শুনতে পাবেন না পেটিএম করো: জমা টাকার কী হবে জেনে নিন: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বর্তমান গ্রাহকরা তাঁদের জমা টাকা ব্যবহার করতে পারবেন। সেই টাকা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল বা কমন মোবিলিটি কার্ডে থাকুক না কেন, ব্যবহার করতে অসুবিধা হবে না। তবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। তারপর গ্রাহকরা তাঁদের জমা টাকা আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনও রকম ব্যাঙ্কিং পরিষেবা আর দিতে পারবে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন