Hot Posts

মার্চ ২১, ২০২৪

Post Office Recruitment 2024 : পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে কর্মী নিয়োগ, আবেদন করুন



Google Pay Cashback Offer 2024: IPL মরসুম শুরু হতেই Google Pay-এর ধামাকা অফার শুরু । বর্তমান সময়ে আজকাল সবাই UPI পেমেন্ট করে থাকেন ।  Google Pay আপনার জন্য IPL মরসুমে একটি আকর্ষণীয় উপহার নিয়ে এসেছে।  সামান্য কটি ছোটো কাজ করলে আপনি এই আইপিএল সিজনে 151 টাকার ক্যাশব্যাক পাবেন।

 

"Cricket Fest" নামে একটি বিশেষ ইভেন্ট শুরু করেছে Google Pay । এই ইভেন্টের মাধ্যমে আপনাকে ২০০ জন Super Fan জোগাড় করতে হবে। তাহলেই ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে Gpay User দের সামনে। তবে এই সুযোগ ২৪ মার্চ পর্যন্ত পাওয়া যাবে

 

💥কিভাবে ১৫১ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে?জেনে নিন:

(1) প্রথমে Play Store থেকে Google Pay অ্যাপটি ডাউনলোড করুন।

(2) এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দিয়ে Google Pay অ্যাকাউন্ট খুলুন।


আরও চাকরির খবর: পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, Apply Online:

 

(3) এবার APP এর ভেতরে ঢুকে একটু নিচে নামুন। Offers & Rewards অপশনে ক্লিক করুন। তাতে ক্লিক করলে Cricket Fest নামে আরেকটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।

(4) এবার Gather Superfans নামে একটি অপশন দেখতে পাবেন, সেটায় ক্লিক করুন।

(5) এবার আপনার ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সবাইয়ের নাম দেখতে পাবেন। তাঁদের নামের পাশে Ask বলে একটি অপশন থাকবে, তাতে ক্লিক করবেন। তাহলেই আপনার ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একটি লিঙ্ক চলে যাবে।

 

 আরও পড়ুন: Top 5 Money Making Tips : অনলাইন থেকে প্রচুর টাকা উপার্জন করতে চান? রইল কয়েকটি আইডিয়া

 

(6) এবার সেই ব্যক্তি আপনার পাঠানো লিঙ্কে ক্লিক করলে নামের অধীনে ১টি সুপার ফ্যান যোগ হবে।

(7) এছাড়া আপনি ওখানে থাকা Cricket Match অপশনে ক্লিক করেও একটি সহজ Game yখেলতে পারবেন। এটি খেলেও আপনি সুপারফ্যান সংগ্রহ করতে পারবেন।

(8) আপনার সংগ্রহ করা সুপারফ্যানের সংখ্যা ২০০ হলেই Google Pay একটি স্ক্র্যাচ কার্ড দেবে।

(9) সেটি স্ক্র্যাচ করে আপনি সর্বোচ্চ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিততে পারবেন।


চাকরির খবর: WBSETCL Recruitment 2024 : রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন



সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের Official WhatsApp Channel এ Join করুন: CLICK HERE👉


Notificaton PDFDownload
Online ApplyClick Here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন