Hot Posts

মার্চ ২৩, ২০২৪

Wb ANM GNM Online Form Fill Up 2024 : অনলাইন ফর্ম ফিলাপ শুরু, লাস্ট ডেট জেনে নিন


ANM & GNM Form Fill Up 2024: অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল নার্সিং পরীক্ষার ফর্ম ফিলাপ। সম্প্রতি প্রকাশ্যে পরীক্ষার তারিখ ও বুলেটিন এসেছে। বেশ কিছুদিন আগে ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তখন জানানো হয়নি আবেদন প্রক্রিয়াএই পরীক্ষার ফরম পূরণ কখন শুরু হবে এবং আবেদন করতে কত টাকা লাগবে? কিভাবে আবেদন করবে?  এই পুরো বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে, বিস্তারিত ভাবে জানুন আজকের প্রতিবেদন থেকে। 

 

WB ANM GNM Form Fill up 2024: এই পরীক্ষায় পাশ করতে পারলে সরকারিভাবে বিনামূল্যে নার্সিং এর সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা। এর জন্য WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে থেকে সরাসরি আবেদন করতে হবে ।

 

আরও চাকরির খবর: পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, Apply Online:

 

West Bengal ANM-GNM Form Fill up Process 2024

 

⇒কবে থেকে শুরু হচ্ছে Online আবেদন প্রক্রিয়া? কত তারিখ অবধি আবেদন চলবে?

👉 ২১ শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। টানা এক মাস অর্থাৎ ২১ শে এপ্রিল রবিবার অবধি চলবে অনলাইনে আবেদন।

 

⇒ফর্ম ফিলাপে ভুল সংশোধন কবে থেকে শুরু এবং শেষ তারিখ কবে?

👉আগামী ২৩-২৪ এবং ২৫ শে এপ্রিল রাখা হয়েছে ভুল সংশোধনের সময়কাল।

 

 চাকরির খবর: WBSETCL Recruitment 2024 : রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন

 

⇒অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?

 👉৫ অগাস্ট শুক্রবার থেকে ১৪ ই অগাস্ট রবিবার অ্যাডমিট কার্ড হাতে পাবেন ছাত্র-ছাত্রীরা।

 

⇒আবেদন ফি কত লাগবে?

👉 জেনারেল কাস্ট ক্যান্ডিডেটদের ৪০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি-এ, ওবিসি-বি, ডব্লিউ এইচ অর ফ্যান প্রভৃতি ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়েছে ৩০০ টাকা।

 

⇒ANM & GNM পরীক্ষার তারিখ ও সময় কী থাকছে?

👉 পরীক্ষা হবে ১৪ অগাস্ট দুপুর ১২ থেকে ১:৩০ পর্যন্ত। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়ুন।


✔️ফর্ম ফিলাপে প্রয়োজনীয় নথিপত্র:

  1. পাসপোর্ট সাইজ ছবি
  2. সিগনেচার
  3. মাধ্যমিক উচ্চমাধ্যমিকের 

 

 

আরও পড়ুন: Top 5 Money Making Tips : অনলাইন থেকে প্রচুর টাকা উপার্জন করতে চান? রইল কয়েকটি আইডিয়া


কিভাবে আবেদন করবেন (Application Process) :- প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোন পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না । প্রথমে https://wbjeeb.nic.in/anm-gnm/ অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য সঠিক ভাবে অনলাইনে ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটিকে সাবমিট করতে হবে।। আবেদন বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি (Official Notification) লিংক দেওয়া হয়েছে।



সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের Official WhatsApp Channel এ Join করুন: CLICK HERE👉


Notificaton PDFDownload
Online ApplyClick Here
Website LinkClick Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন