পদের নাম-
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে গ্রেড-A (assistant manager grade A)
শূন্যপদ:
মোট শূন্যপদ আছে ৬০০টি।
(UR-২৪৪টি, SC-১৯০টি, ST-১৭টি, OBC-৮৯টি, EWS-৬০টি)
বয়স সীমা-
বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। ।
পরীক্ষার নাম-
IDBI BANK Recruitment of Assistant Manager (Grade "A") - 2023-24
বেতন-
মাসিক বেতন ৩৬,০০০-৬৩,৮৪০/-টাকা পর্যন্ত হতে পারে।
💠রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলছে
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস ও সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে দু- বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
নিয়োগ পদ্ধতি-
প্রথমে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের, ডকুমেন্টস ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের এর মাধ্যমে নিয়োগ করা হবে।।
আবেদন পদ্ধতি-
আবেদনকারীরা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (IDBI BANK) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন @http://www.idbibank.in/
আবেদন মূল্য:
ST/SC/PWD : ২০০ টাকা করে।
General/OBC/EWS: ১০০০ টাকা করে।
💠ব্যাঙ্কে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে
শেষ তারিখ--
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 28 ফ্রেবুয়ারি 2023 । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান তাঁরা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
- 🌐Important Links:
- Official Notice:- Download Now
- Apply Online:- Click here
- Official Website- Click HereClick Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন