Hot Posts

মার্চ ০২, ২০২২

পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর তোমাদের সাথে আজকে শেয়ার করছি যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে

Here are some important questions and answers from the geography of West Bengal

পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর তোমাদের সাথে আজকে শেয়ার করছি যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে 

 


 

 

1.কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম?

=ঝাড়খণ্ড

2. পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

= 9টি

 3. আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় কত সালে?


=2014 সালে 


 4. কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং কে পৃথক করেছে?


 =সিঙ্গালীলা 


5. উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?

 
=শিলিগুড়ি 


 6. প্রাচ্যের শেফিল্ড কোন শহরকে বলা হয়?

 
=হাওড়া 


7. দেউচা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত?

 
=বীরভূম জেলার দ্বারকা নদীর উপর 

 
8. হরিণঘাটা কোন শিল্পের জন্য বিখ্যাত?

 
=দুগ্ধ শিল্প 


 9. ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম অ্যালুমিনিয়াম শিল্প কোথায় গড়ে উঠেছে?

 
=আসানসোলে 


 10. পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে?

 
=খিদিরপুরে 

 

🔥 বহু প্রতিক্ষার অবসান! শেষ পর্যন্ত প্রকাশিত হলো Constable & SI 2 in 1 Suggestion বইটির দ্বিতীয় সংস্করণ। নিচে দেওয়া লিংকে ক্লিক করে বইটি সরাসরি কিনতে পারবেন। ডেলিভারি চার্জ লাগবে না। আমাদের বইয়ের গুরুত্ব কতটা আর আলাদা করে বোঝাবো না।  

✅ যারা আমাদের এই বই সম্পর্কে কিছুই জানেন না তবে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই বইটির রিভিউ ভিডিও আসছে। আরও জানতে ওপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।
📌 টেলিগ্রাম চ্যানেল 👇👇👇👇 https://t.me/bandhututorial1


🔥 FREE DELIVERY 🔥

✅ Book Buy Link 👇👇👇
https://bit.ly/30XnUG0

https://bit.ly/30XnUG0

👉 Coupon code- BandhuT20

📌 বইটি কেনার সময় BandhuT20 কুপন কোড টি অবশ্যই ব্যবহার করবেন। দিলে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন।

আমাদের ফেসবুক পেজে যার জয়েন করতে চান তারা নিচের ফটোটি তে ক্লিক করুন

 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন