রাজ্যের একটি ব্লক ডেভেলপমেন্ট অফিসে (GRS) গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- গ্রাম রোজগার সহায়ক
শুন্যপদ- ৪টি
- রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত- ১টি
- অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত- ১টি
- রাজাকোটা গ্রাম পঞ্চায়েত- ১টি
- হলুদকানালী গ্রাম পঞ্চায়েত- ১টি
বয়স সীমা- প্রাথীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা- সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিমে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। এবং উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থবিদ্যা বিষয় দুটি পড়ে থাকতে হবে ও সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বেতন- ১২,০০০ টাকা প্রতি মাস
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে এবং মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাক টিকিট লাগিয়ে নিচে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে।
জমা দেওয়ার ঠিকানা- The Program Officer & Block Development Officer, Ranibandh Bankura.
আবেদন ফি- শুন্য
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করতে হবে, তা নিচে দেওয়া হল-
- উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড /বার্থ সার্টিফিকেট
- উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- ভোটার কার্ড
- রেসিডেন্সিয়াল সার্টফিকেট
- সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ফটো
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত রানীবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম রোজগার সহায়ক পদে এই নিয়োগটি করা হবে। প্রার্থীকে অবশ্যয় রানীবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৯ মার্চ ২০২২ (শনিবার, রবিবার ও ছুটির দিন ব্যাতিত বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন