পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম- আশা কর্মী
শুন্যপদ- ১৬৮টি
- খড়গপুর মহকুমার ১০টি ব্লকে শূন্যপদ- ১০১টি
- মেদনীপুর সদর মহকুমার ৬টি ব্লকে শূন্যপদ - ৬৭টি
বয়স সীমা- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রাথীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রাথীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক উত্তীর্ণা বা অনুত্তীর্ণা প্রাথীরা আবেদন করতে পারবেন।তবে শুধুমাত্র বিবাহিত,বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।এবং প্রাথীকে আবশ্যই সংশ্লিষ্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অফলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে এবং মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাক টিকিট লাগিয়ে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে জমা দিতে হবে।
আবেদন ফি- শুন্য
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করতে হবে, তা নিচে দেওয়া হল-
- বয়সের প্রমাণপত্র
- স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টফিকেট
- বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্নাদের ডিভোর্স সার্টিফিকেট ও বিধবাদের স্বামীর মৃত্যুর প্রমান পত্র।
- সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ফটো
নিয়োগের স্থান- খড়গপুর মহকুমার ১০টি ব্লক ও মেদনীপুর সদর মহকুমার ৬টি ব্লকে আশা কর্মী পদে এই নিয়োগটি করা হবে। প্রার্থী যে গ্রামের শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
খড়গপুর মহকুমার ১০টি ব্লক- দাঁতন-১, দাঁতন-২, ডেবরা, কেশীয়ারি, খড়গপুর-১, খড়গপুর-২, মোহনপুর, নারায়ণগড়, পিংলা ও সবং ।
মেদনীপুর সদর মহকুমার ৬টি ব্লক- গড়বেতা-১, গড়বেতা-২, গড়বেতা-৩, কেশপুর, মেদিনীপুর সদর ও শালবনি ।
আবেদন করার শেষ তারিখ- ০৪ এপ্রিল ২০২২ সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে (শনিবার, রবিবার ও ছুটির দিন ব্যাতিত বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন