Hot Posts

জানুয়ারী ৩০, ২০২২

রাজ্যের সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন চলবে 4 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

 



পদের নাম- স্টাফ নার্স 

 

মোট শূন্যপদ - 18টি

 

শিক্ষাগত যোগ্যতা - এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জি.এন.এম অথবা বি.এস.সি নার্সিং ট্রেনিং কোর্স করা থাকতে হবে তবে আবেদন করতে পারবে।

 

বয়সসীমা - এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে 01/01/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে 25000 টাকা।

 

আবেদন পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে হলে ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 


 

আবেদন ফি - প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে এবং এসসি,এসটি ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে-

 

প্রার্থীদের আবেদন ফি বাবদ পাঠাতে হবে- 

 Accounts of family welfare samiti account number 0788010159603 IFSC- PUNB0078820 Branch - sepai bazar paschim Medinipur.

 

আবেদনের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারী ২০২২


নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীদের তাদের জিএনএম এর প্রাপ্ত নম্বর ইন্টারভিউ এ অভিজ্ঞতা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।

 

 **আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে বুঝে তারপর আবেদন করবে।

 

Official Notification:- Download

application form:- Download

official website:- Click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন