Hot Posts

সেপ্টেম্বর ২৭, ২০২১

Wbp Constable & Lady Constable Preli 2021 Exam Answer Paper Download

 


Wbp Constable Question paper 2021, Download free pdf file

Wbp Constable & Lady Constable Preli 2021 Exam Question Paper Download

আজকেই অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল পুলিসের পরীক্ষা, পরীক্ষায় কেমন প্রশ্ন পত্র আসেছিল দেখার জন্য প্রশ্ন পত্র ও উত্তরপত্র ডাউনলোড করার জন্য নিচে লিঙ্ক দেওয়া হল দেখে নিন। 

প্রশ্ন পত্র ডাউনলোড করুনঃ- 
👇👇👇👇

উত্তর পত্র ডাউনলোড করুন:-
 👇👇👇👇
Click Here

PLease Like-Comment-Share.....

১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?


👉উলার হ্রদ।

২)জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?


👉বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।

৩)ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?


👉 উড়িষ্যার চিল্কা হ্রদ।

৪)ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?


👉 কার্ডামম পর্বত।

৫)মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?


👉কয়াল।

৬)ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?


👉ভেম্বানাদ কয়াল।

৭)ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?


👉উত্তরাঞ্চলের দেরাদুন।

৮)রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?


👉1953 খ্রিস্টাব্দে।

৯)রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়?


👉1956 খ্রিস্টাব্দে।

১০)ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি কি?


👉ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা।



১১)ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?


👉অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।

১২)ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?


👉তেলেঙ্গানা।

১৩)কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?


👉অন্ধ্রপ্রদেশ।

১৪)অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?


👉অমরাবতী।

১৫)তেলেঙ্গানার রাজধানীর নাম কি?


👉 হায়দ্রাবাদ।

১৬)সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?


👉 1975 খ্রিস্টাব্দে।

১৭)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?


👉10 ডিগ্রি চ্যানেল।

১৮)কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?


👉9 ডিগ্রি চ্যানেল।

১৯)লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?


👉8 ডিগ্রি চ্যানেল।

২০)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?


👉দক্ষিণ আন্দামান।


যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য কমনযোগ্য সেরা প্রশ্ন উত্তর

 Top General Knowledge MCQ Question answer for WBP Constable 2021

GEOGRAPHY QUESTION ANSWERভূগোলের সেরা প্রশ্ন উত্তর

ইতিহাসের 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার ট্রিক্স

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পৃথিবীর বিভিন্ন হ্রদ

বর্তমানে পশ্চিমবঙ্গ 23 টি জেলায় বিভক্ত যা পাঁচটি বিভাগের অন্তর্গত

একনজরে টোকিও অলিম্পিক ২০২০

নদ নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ইতিহাসে 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ফিফা ওয়ার্ল্ডকাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্

কবি সাহিত্যিকদের ছদ্মনাম এর তালিকা 

 ভারতের জাতীয় সড়ক পথ এর সম্পূর্ণ তালিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন