Hot Posts

জুলাই ২৬, ২০২১

Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সেরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

 Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 




ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সেরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১)কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?

 
উঃ 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।


২)প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


উঃআলবুকার্ক।


৩)আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?


উঃ1510 খ্রিস্টাব্দে।


৪)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?


উঃ1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।


৫)ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিলেন?


উঃসুরাট,1613 খ্রিস্টাব্দে।


৬)স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন?


উঃইংল্যান্ডের রাজা প্রথম জেমস,1615 খ্রিষ্টাব্দে।

 

আরও দেখুন

 

 ১) বিভিন্ন পরিমাপক যন্ত্র 


২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা 

 

৩) বিভিন্ন পরিমাপক একক 


৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম 


৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ 


৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত 

 

৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র 


৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম 


৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত 


১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত 


৭)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?


উঃ1664 খ্রিস্টাব্দে।


৮)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?


উঃসুরাট,1668 খ্রিস্টাব্দে।


৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের  দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?


উঃমুসলিপত্তনম,1669 খ্রিস্টাব্দে।


১০)মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?


উঃ মহম্মদ হাদি।

১১)মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?


উঃ মোগল সম্রাট ঔরঙ্গজেব।


১২)কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ)  স্থানান্তর করেছিলেন?


উঃমুর্শিদকুলি খাঁ।


১৩)মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?


উঃপ্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)


১৪)"হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিলেন?


উঃপ্রথম বাজিরাও 

 
১৫)বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?


উঃআয়ার কূট।


১৬)জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?


উঃ1690 খ্রীঃ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন