Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam
1• কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2• লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
3• কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
4• তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?
উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি
5• গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?
উঃ-সমুদ্রগুপ্ত
6•কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?
উঃ-রাজা রামমোহন রায়
7•কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?
উঃ-বিন্দুসার
8•”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?
উঃ-বিদ্যাসাগর
9•”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?
উঃ-মাদাম কামা
10•ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
11•”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?
উঃ – আমির খসরু
12•”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?
উঃ-আব্দুল গফফর খাঁন
13•মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?
উঃ-ঔরঙ্গজেব
14•”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?
উঃ-পেদ্দন
15•সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?
উঃ-ইলতুৎমিস
আরও দেখুন
২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা
৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম
৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ
৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র
৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম
৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত
১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন