Hot Posts

সেপ্টেম্বর ২৯, ২০২১

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Geography question gk download free pdf file

 🔥🔥Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this articlewe are sharing Top General Knowledge Question & Answers🔥🔥

 

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Download free pdf download

⭕ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
 

👉উলার হ্রদ।

⭕জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?
 

👉বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।

⭕ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?
 

👉 উড়িষ্যার চিল্কা হ্রদ।

⭕ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?
 

👉 কার্ডামম পর্বত।

⭕মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
 

👉কয়াল।

⭕ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
 

👉ভেম্বানাদ কয়াল।

⭕ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
 

👉উত্তরাঞ্চলের দেরাদুন।

⭕রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
 

👉1953 খ্রিস্টাব্দে।

⭕রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়?
 

👉1956 খ্রিস্টাব্দে।

⭕ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি  কি কি?
 

👉ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা।

⭕ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
 

👉অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।

⭕ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
 

👉তেলেঙ্গানা।

⭕কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
 

👉অন্ধ্রপ্রদেশ।

⭕অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
 

👉অমরাবতী।

⭕তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
 

👉 হায়দ্রাবাদ।

⭕সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
 

👉 1975 খ্রিস্টাব্দে।

⭕আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
 

👉10 ডিগ্রি চ্যানেল।

⭕কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
 

👉9 ডিগ্রি চ্যানেল।

⭕লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
 

👉8 ডিগ্রি চ্যানেল।

⭕আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
 

👉দক্ষিণ আন্দামান।


নিচের লিংকে ক্লিক করে pdf  ডাউনলোড করুন

১) পশ্চিমবঙ্গের ভূগোল থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

২) ইতিহাসের সেরা বাছাই করা প্রশ্ন উত্তর 

৩) বিভিন্ন সংস্থা এবং তার প্রতিষ্ঠাতা নাম

৪) বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

৫) ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

৬) RRB গ্রুপ D, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ GK 

৭)ভারতের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর 

৮) রাজবংশের প্রতিষ্ঠাতা , শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট 

৯)  বাংলা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

১০) ভারতের বিভিন্ন মন্ত্রী এবং বর্তমানে কে কোন পদে যুক্ত আছে 


আমাদের ফেসবুক পেজে যার জয়েন করতে চান তারা নিচের ফটোটি তে ক্লিক করুন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন