Hot Posts

সেপ্টেম্বর ১৮, ২০২১

ভারতের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর Download free pdf file in Bengali language

 ভারতের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর


১) ভারতীয় মুদ্রায় 'রুপি' শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?


উঃ- সংস্কৃত ভাষা।


২) ভারতের ব্যাঙ্ক নোটে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম কোন গভর্নর সই করেন?


উঃ- জেমস ব্রেইড টেলর।


৩) কোন প্রেসে ভারতীয় টাকা এবং সরকারি স্ট্যাম্প পেপার ছাপানো হয়?


উঃ- ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এবং দ্য কারেন্সি নোট প্রেস


Download free pdf download 



৪) বর্তমান ভারতীয় টাকায় '₹' প্রতীকের ডিজাইন করেছেন কে?


উঃ- উদয় কুমার ধর্মলিঙ্গম।


৫) ১৭৭০ সালে কোন ব্যাঙ্ক প্রথম কাগজের ব্যাঙ্ক নোট প্রকাশ করে?


উঃ- ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।


৬) ১ টাকার নোটে কার সই থাকে?


উঃ- অর্থ সচিব (ভারত সরকার)।

 
৭) কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে?


উঃ- ২০০০ টাকা।

৮) ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কোন ব্যাঙ্ক?


উঃ- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (স্থাপিত ১৯৩৫)।


৯) কত সালে 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ভারতে প্রথম কাগজের নোট প্রচলন করে?


উঃ- ১৯৩৮ সালে।

 
১০) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন?


উঃ- ওসবর্ন স্মিথ।

 
১১) প্রথম ভারতীয় হিসেবে কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন?


উঃ- চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।


১২) কত টাকার ভারতীয় নোটে সাগর সম্রাট তৈল আহরণকারী জাহাজের ছবি রয়েছে?


উঃ- ১ টাকা।


BEST GK QUESTIONS NO-1 

BEST GK QUESTIONS NO- 2

BEST GK QUESTIONS NO-3

BEST GK QUESTIONS NO-4

BEST GK QUESTIONS NO-5 


১৩) কত টাকার ভারতীয় নোটে গন্ডার, হাতি ও বাঘের ছবি রয়েছে?


উঃ- ১০ টাকা।


১৪) বর্তমানে নতুন ১০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?


উঃ- কোণার্ক সূর্য মন্দিরের।


১৫) কত টাকার ভারতীয় নোটে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের ছবি রয়েছে?


উঃ- ২০ টাকা।

 

আমাদের ফেসবুক পেজে যার জয়েন করতে চান তারা নিচের ফটোটি তে ক্লিক করুন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন