Hot Posts

আগস্ট ২৩, ২০২১

🗒️🗒️বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন Download free pdf file in Bengali language

 Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this articlewe are sharing Top General Knowledge Question & Answers Download free pdf 

 


বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন

​​​​
⭕ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি?

 
উঃ এনভি রামানা 


⭕ ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি?


উঃ কে কে ভেনুগােপাল।

⭕ ভারতের সেনাবাহিনীর প্রধান কে?


উঃ মনােজ মুকুন্দ নারভানে।


⭕ ভারতের বিমান বাহিনীর প্রধান কে?


উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।


⭕ ভারতের নৌ বাহিনীর প্রধান কে?


উঃ অ্যাডমিরাল করমবীর সিং।


⭕ভারতের রাষ্ট্রপতির নাম কি?


উঃ রামনাথ কোবিন্দ।

 

সাধারণ জ্ঞান পর্ব নং - ১

সাধারণ জ্ঞান পর্ব নং - ২

সাধারণ জ্ঞান পর্ব নং - ৩

সাধারণ জ্ঞান পর্ব নং -  ৪

 
⭕ ভারতের উপরাষ্ট্রপতির নাম কি?

 
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


⭕রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি?

 
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


⭕লােকসভার স্পিকার -এর নাম কি?

 
উঃ ওম বিড়লা।


⭕ লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?


উঃ এম থাম্বিদুরাই।


⭕ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে?

 
উঃ সুশীল চন্দ্রা 

 
⭕ ভারতের প্রধানমন্ত্রীর নাম কি?

 
উঃ নরেন্দ্র মােদি।


⭕ ভারতের ক্যাবিনেট সচিব কে?

 
উঃ রাজিব গৌবে। 


⭕ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?

 
উঃ অজিত কুমার দোভাল।


⭕ DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?


উঃ ডক্টর জি সতীশ রেডি।


⭕ ভারতের অর্থ সচিবের নাম কি?

 
উঃ অজয় ভূষণ পান্ডে।

 
⭕ NIA ডিরেক্টর জেনারেল কে?


উঃ কুলদিপ সিং 

 
⭕ IB ডিরেক্টর কে?

 
উঃ অরবিন্দ কুমার।


⭕ সিবিআই =এর ডিরেক্টর কে?


উঃ সুবোধ কুমার জেইসওয়াল 

 
⭕ RAW -এর ডিরেক্টর কে?


উঃ সামন্ত কুমার গােয়েল।


⭕ BSF -এর ডিরেক্টর জেনারেল কো?

 
উঃ রাকেশ আস্তানা।

 

আরও দেখুন

 

 ১) বিভিন্ন পরিমাপক যন্ত্র 


২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা 

 

৩) বিভিন্ন পরিমাপক একক 


৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম 


৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ 


৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত 

 

৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র 


৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম 


৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত 


১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন