Hot Posts

আগস্ট ২৪, ২০২১

Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021ভূগোলের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

  Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this articlewe are sharing Top General Knowledge Question & Answers Download free pdf 



📃 ভূগোলের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 

 

১)ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?


👉কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।


২) কারাকোরাম পর্বতের অপর নাম কি?


👉কৃষ্ণগিরি।


৩)ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


👉কাঞ্চনজঙ্ঘা।


৪)ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?


👉কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।


৫)ভারতের উচ্চতম মালভূমির নাম কি?


👉লাদাখ।


৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?


👉দাক্ষিণাত্য মালভূমি।


৭)ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?


👉রাজস্থানের সম্বর হ্রদ।


৮)ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?


👉প্যাংগং হ্রদ।


৯)দক্ষিণ ভারতের  সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


👉আনাইমুদি।


১০)কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?


👉কারেওয়া।

 

সাধারণ জ্ঞান পর্ব নং - ১

সাধারণ জ্ঞান পর্ব নং - ২

সাধারণ জ্ঞান পর্ব নং - ৩

সাধারণ জ্ঞান পর্ব নং -  ৪


১১)মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?


👉ছোটনাগপুর মালভূমি।


১২)অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


👉কাংটো।


১৩)কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?


👉সিঙ্গালিলা শৈলশিরা।


১৪)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


👉সান্দাকফু।


১৫)ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?


👉কাঞ্চনজঙ্ঘা।


১৬)কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে
স্থানীয় ভাষায় কি বলে?


👉তাল।


১৭)কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?


👉শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।


১৮)ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?


👉দেরাদুন।


১৯)ভারতের কোথায় জাফরান চাষ হয়?


👉জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।


২০) ভূস্বর্গ কাকে বলা হয়?


👉কাশ্মীর উপত্যকাকে।


২১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?


👉উলার হ্রদ।


২২)জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?


👉বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।


২৩)ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?


👉 উড়িষ্যার চিল্কা হ্রদ।


২৪)ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?


👉 কার্ডামম পর্বত।


২৫)মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?


👉কয়াল।


২৬)ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?


👉ভেম্বানাদ কয়াল।

 

আরও দেখুন

 

 ১) বিভিন্ন পরিমাপক যন্ত্র 


২) কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও তাদের তালিকা 

 

৩) বিভিন্ন পরিমাপক একক 


৪) বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এর নাম 


৫) গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ 


৬) কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত 

 

৭) ভারতের বিভিন্ন কৃষি গবেষনাগার কেন্দ্র 


৮) বিভিন্ন রাজ্য ও তাদের প্রচলিত নৃত্যের নাম 


৯) কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত 


১০) কোন শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন