Bengali GK 2021 - General Knowledge in Bengali Language [DOWNLOAD FREE PDF]যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য কমন যোগ্য সেরা প্রশ্ন উত্তর
🌐বেদ কয়টি ও কী কী ?
উঃ বেদ চারটি , ঋক , সাম , যজু এবং অথর্ব ।
🌐 ঋগ্বেদ কবে রচিত হয় ?
উঃ বিভিন্ন সাক্ষ্য - প্রমাণ থেকে অনুমান করা যায় যে 1500-1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋক বেদ রচনা করা হয় ।
🌐প্রতিটি বেদ কয়টি ও কি কি ভাগে বিভক্ত ?
উঃ প্রতিটি বেদ চারটি ভাগে বিভক্ত যথা সংহিতা , ব্রাহ্মণ , আরণ্যক ও উপনিষদ ।
🌐 উপনিষদকে বেদান্ত বলা হয় কেন ?
উঃ বেদের অন্তে বা শেষে উপনিষদ রচিত হয় বলে এর আরেক নাম বেদান্ত ।
🌐 ' অষ্টাধ্যায়ী ' কে রচনা করেন ?
উঃ পাণিনি ।
🌐 ' মহাভারত ' কে রচনা করেন ?
উঃ ঋষি বেদব্যাস ।
🌐 ' রামায়ণ ' কে রচনা করেন ?
উঃ ঋষি বাল্মিকী ।
🌐কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয় ?
উঃ সৌর অধিষ্ঠানের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে ।
🌐 সামবেদ কথাটি কোথা থেকে এসেছে ?
উঃ শাসন থেকে সামবেদ কথাটি এসেছে ।
🌐 সামবেদে মােট কয়টি স্তোত্র রয়েছে ?
উঃ 1810 টি ।
🌐কোন বেদকে প্রার্থনার বই বলা হয় ?
উঃ যজুর্বেদকে ।
🌐জাদুবিদ্যার বই বলা হয় ?
উঃ বেদকে অথর্ববেদকে ।
🌐ঋগ্বেদ , সামবেদ ও যজুর্বেদ কে একত্রে কি বলা হয় ?
উঃ- ত্রয়ী বলা হয় ।
🌐 কোন বেদকে অনার্যদের বেদ বলা হয় ?
উঃ অথর্ববেদকে ।
🌐ভারতবর্ষে মােট কয়টি উপনিষদ পাওয়া গেছে ?
উঃ 108 টি ।
🌐ভারতের জাতীয় প্রতীকের নিচে লিখিত ' সত্যমেব জয়তে ' কথাটি কোথা থেকে এসেছে ?
উঃ মুণ্ডক থেকে ।
নিচের লিংকে ক্লিক করে pdf ডাউনলোড করুন
History Gk question answer set--1
History Gk question answer set--2
History Gk question answer set--3
ভূগোলের সেরা প্রশ্ন উত্তর
General knowledge Question and answer set -1
General knowledge question and answer set -2
Download
সেরা প্রশ্ন উত্তর
Top Questions answer--4
ভারতের বিখ্যাত রিসার্চ সেন্টার গুলি
Top Questions answer download--1
Top Questions answer download--2
Top Questions answer download--3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন