Top General Knowledge MCQ Question Answers for WBP Constable & SI Exam 2021, WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC, RRB Group d, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this articlewe are sharing Top General Knowledge Question & Answers
ভূগোল এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর(Answer some important questions of geography)
⭕কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ-সিকিমে
⭕ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
উঃ-আরভালি
⭕আরবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরকে কী বলা হয়?
উঃ-গুরু শিখর
⭕ বৃহত্তম হিমবাহটি কোনটি?
উঃ- সিয়াচেন
⭕হিমালয়ের সর্বোচ্চ শিখরের উচ্চতা কত?
উঃ- 8850 মি
⭕নর্মদা ও তপ্তি নদীর মধ্যে কোন টিলা রয়েছে?
উঃ-সাতপুরা পাহাড়
⭕খাইবার পাস কোথায় অবস্থিত?
উঃ-পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে
⭕পালধর পাস কোন দুটি রাজ্যের সাথে সংযোগ স্থাপন করেছে?
উঃ- কেরালা এবং তামিলনাড়ু
⭕নাথুলা পাসটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ- উত্তরাখণ্ডে
⭕জম্মু হয়ে শ্রীনগরে কোনটি যায়?
উঃ- বনহাল পাস
⭕ কোন নদীর তীরে বিখ্যাত মহাকলেশ্বর মন্দির?
উঃ- নর্মদা নদী
⭕বিশ্বের বৃহত্তম ব-দ্বীপটি কোন নদী দ্বারা গঠিত?
উঃ-গঙ্গা এবং ব্রহ্মপুত্রের দ্বারা
⭕ ভাগীরথী এবং অলকানন্দ কোন জায়গায় গঙ্গা গঠন করেছিলেন?
উঃ-দেবপ্রয়াগে
⭕ আরওয়ালী পর্বতমালাটি কোন নদী ব্যবস্থায় বিভক্ত?
উঃ- চাম্বল ও সাবারমতি
⭕লুনি নদী কোথায় পড়ে?
উঃ- কচ্ছের দৌড়ে
⭕ কোন নদী তিব্বতের মানসরোবর হ্রদ থেকে উত্পন্ন হয়েছিল?
উঃ- সুতলজ, সিন্ধু, ব্রহ্মপুত্র
⭕ কোন নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত?
উঃ- ব্রহ্মপুত্র
⭕কোন নদী দ্বিতীয় গঙ্গা নামে পরিচিত?
উঃ- নর্মদা নদী
⭕শুকনো জমির জন্য সবচেয়ে উপযুক্ত ফসল কোনটি?
উঃ- চিনাবাদাম
⭕রাজস্থানের রাজধানী কোনটি?
উঃ- জয়পুর
আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করতে চাইলে
নিচের ফটোটির উপর ক্লিক করো 👇👇
ইতিহাসের সেরা প্রশ্ন উত্তর
History Gk question answer set--1
History Gk question answer set--2
History Gk question answer set--3
ভূগোলের সেরা প্রশ্ন উত্তর
General knowledge Question and answer set -1
General knowledge question and answer set -2
সেরা প্রশ্ন উত্তর
Top Questions answer--4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন