Hot Posts

আগস্ট ০৫, ২০২০

Top Current Affairs 3rd & 4th August 2020 - Most important for WBPSC, SSC, NTPC, Group d, WBP Exam - Daily CA in Bengali

Top Current Affairs 3rd & 4th August 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 3rd & 4th August 2020 Top Current Affairs.

 


1) 'বিশ্ব সংস্কৃত দিবস' প্রতিবছর কখন পালিত হয়?

a) ১লা আগস্ট
b) ২রা আগস্ট
c) ৩রা আগস্ট
d) কোনটিই নই

Answer :- c) ৩রা আগস্ট
বিশ্ব সংস্কৃত দিবস প্রতিবছর শ্রাবণপূর্ণিমাতে উদযাপিত হয়, এটি হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাসের পূর্ণিমা দিবস, যা রক্ষাবন্ধন হিসাবেও চিহ্নিত করা হয়। ২০২০ সালে, এই দিনটি ২০২০ সালের ৩ আগস্ট পালিত  হয়। হিন্দু শ্রাবণ  মাসের পূর্ণিমা তিথিতে  রক্ষাবন্ধন উপলক্ষে ১৯৯৯ সালে ভারত সরকার বিশ্ব সংস্কৃত দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে  ।

২) সম্প্রতি ‘Kona Kona Umeed’ ক্যাম্পেইন শুরু করলো কোন ব্যাঙ্ক?


a) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
b) এক্সিস ব্যাঙ্ক
c) ICICI ব্যাঙ্ক
d) কোনটিই নই

Answer:- a) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
করোনা ভাইরাস মহামারীটির মাঝে গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশাল অফার ও ছাড় নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাংক দুটি মাস ব্যাপী প্রচার চালুর ঘোষণা করেছে। কোটক মাহিন্দ্রা ব্যাংক প্রতিষ্ঠা: 2003। কোটাক মাহিন্দ্রা ব্যাংক সদর দফতর: মুম্বই, মহারাষ্ট্র। কোটক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা: উদয় কোটক।

৩) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা প্রথম আরব দেশ কোনটি?

a) North Korea
b) Iraq
c) UAE
d) কোনটিই নই

Answer :- c) UAE
সংযুক্ত আরব আমিরাত(UAE) পারমাণবিক শক্তি উত্পাদনকারী আরব বিশ্বের প্রথম দেশ হয়ে একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে।

৪) ‘Vidyarthi Vigyan Manthan 2020-21’ কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করলো?

a) রমেশ পোখরিয়াল নিশঙ্ক
b) ডাঃ হর্ষ বর্ধন সিং
c) পীযূষ গোয়েল
d) কোনটিই নই

Answer :- b) ডাঃ হর্ষ বর্ধন সিং
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ডাঃ হর্ষ বর্ধন ‘বিদ্যার্থি বিজ্ঞান মন্থন, ২০২০-২১' চালু করেছেন। এটি একটি জাতীয় কর্মসূচি যা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির স্কুল ছাত্রদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য চালু করা হয়েছে।

৫) সম্প্রতি কে ‘ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2020’ শিরোপা জিতলেন?

a) লুইস হ্যামিল্টন
b) ভাল্টেরি বোটাস
c) ম্যাক্স ভার্স্টাপেন
d) কোনটিই নই

Answer :- a) লুইস হ্যামিল্টন
লুইস হ্যামিল্টন (মার্সিডিস-গ্রেট ব্রিটেন) ২২ শে আগস্ট, ২০২০-তে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতেছে। ম্যাক্স ভার্স্টাপেন এফ 1 রেসে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং চার্লস লেক্লার্ক তৃতীয় হয়েছেন।

৬) সম্প্রতি প্রয়াত সা কন্দস্বামি, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

a) চলচিত্র নির্মাতা
b) গায়ক
c) সাংবাদিক
d) কোনটিই নই

Answer :- a) চলচিত্র নির্মাতা
তামিল লেখক ও ডকুমেন্টারি চলচিত্র নির্মাতা সা কন্দ্বসামি সম্প্রতি ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি তাঁর উপন্যাস 'ভিসারনাই কমিশন' এর জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন।

৭) মোহাম্মদ ইরফান আলী সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন?

a) Brazil
b) Venezuela
c) Guyana
d) কোনটিই নই

Answer :- c) Guyana
মোহাম্মদ ইরফান আলী (৪০ বছর বয়সী) সম্প্রতি গুয়ানের রাষ্ট্রপতি হন।

৮) রাজেশ কুমার সম্প্রতি কোন রাজ্যের মুখ্যসচিব পদে নিযুক্ত হয়েছেন?

a) সিকিম
b) মেঘালয়
c) মণিপুর
d) কোনটিই নই

Answer :- c) মণিপুর
Dr. Rajesh Kumar, IAS কে মণিপুর রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসাবে মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ নিয়োগ করেছেন বর্তমান প্রধান সচিব জে-সুরেশ বাবু, যিনি ৩১ শে জুলাই ,2020 অবসর গ্রহণ করেছেন।

৯) কমল রানী বরুণ, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন?

a) রাজস্থান
b) উত্তর প্রদেশ
c) গুজরাট
d) কোনটিই নই

Answer :- b) উত্তর প্রদেশ
ভারতীয় রাজনীতিবিদ এবং উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিপরিষদমন্ত্রী কমল রানী বরুণ কোভিড -19-এর কারণে মারা গেছেন। কমল রানী রাজ্য সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন।

১০) ফুটবলার বেনেডিক্ট হাওয়েডস সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি কোন দেশের?

a) Portugal
b) Germany
c) Russia
d) কোনটিই নই

Answer :- b) Germany
জার্মান ফুটবলার বেনেডিক্ট হাওয়েডস ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্যও ছিলেন। টুর্নামেন্টে দলের হয়ে প্রতি মিনিটে খেলেছেন এমন তিনজন খেলোয়াড়ের মধ্যে তিনি ছিলেন।

প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group

কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-



প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in

আজকের ক্লাসের পিডিএফ টি ফ্রি ডাউনলোড করুন-
Download PDF

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 
Join Our FB Group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন