Top Current Affairs 6th August 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 6th August 2020 Top Current Affairs.
a) ৩রা আগস্ট
b) ৫ই আগস্ট
c) ৬ই আগস্ট
d) কোনটিই নই
আজ ৬ আগষ্ট, হিরোশিমা দিবস। হিরোশিমা দিবসটি প্রতিবছর ৬ই আগস্ট ১৯৪৫ সালের আগস্টের দিনটিকে স্মরণে পালন করা হয় যখন আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা ৬ই আগস্ট জাপানের শহর হিরোশিমাতে একটি পারমাণবিক বোমা ফেলে দেওয়া হয়েছিল, এর কয়েকদিন পরে ৯ই অগাস্টে নাগাসাকি শহরে আরও একটি ড্রপ পড়েছিল ।
২) মার্ক ফিলিপস সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন?
a) লিভিয়া
b) গিয়ানা
c) সুদান
d) কোনটিই নই
Answer:- b) গিয়ানা
গিয়ানা প্রতিরক্ষা বাহিনীর প্রাক্তন চিফ-অফ স্টাফ, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মার্ক অ্যান্টনি ফিলিপস গায়ানার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত গিয়ানা প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত জগদেও সহ-রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন।
৩) ইকার ক্যাসিলাস সম্প্রতি পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন, তিনি কোন ক্লাবের গোলরক্ষক ছিলেন?
গিয়ানা প্রতিরক্ষা বাহিনীর প্রাক্তন চিফ-অফ স্টাফ, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মার্ক অ্যান্টনি ফিলিপস গায়ানার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত গিয়ানা প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত জগদেও সহ-রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন।
৩) ইকার ক্যাসিলাস সম্প্রতি পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন, তিনি কোন ক্লাবের গোলরক্ষক ছিলেন?
a) রিয়াল মাদ্রিদ
b) লিভারপুল
c) এফসি বার্সেলোনা
d) কোনটিই নই
Answer :- a) রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের ভূমিকা পালন করা কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাস পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
৪) শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর 89 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের ভূমিকা পালন করা কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাস পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
৪) শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর 89 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
a) মহারাষ্ট্র
b) গোয়া
c) তামিলনাড়ু
d) পাঞ্জাব
Answer :- a) মহারাষ্ট্র
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর দীর্ঘকালীন অসুস্থতার পরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর।
৫) মোহাম্মদ ইরফান আলী কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন?
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর দীর্ঘকালীন অসুস্থতার পরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর।
৫) মোহাম্মদ ইরফান আলী কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন?
a) Brazil
b) Venezuela
c) Guyana
d) কোনটিই নই
Answer :- c) Guyana
মোহাম্মদ ইরফান আলী (৪০ বছর বয়সী) সম্প্রতি গুয়ানের রাষ্ট্রপতি হন।
৬) রাজেশ কুমার সম্প্রতি কোন রাজ্যের মুখ্যসচিব পদে নিযুক্ত হয়েছেন?
মোহাম্মদ ইরফান আলী (৪০ বছর বয়সী) সম্প্রতি গুয়ানের রাষ্ট্রপতি হন।
৬) রাজেশ কুমার সম্প্রতি কোন রাজ্যের মুখ্যসচিব পদে নিযুক্ত হয়েছেন?
a) সিকিম
b) মেঘালয়
c) মণিপুর
d) কোনটিই নই
Answer :- c) মণিপুর
Dr. Rajesh Kumar, IAS কে মণিপুর রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসাবে মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ নিয়োগ করেছেন বর্তমান প্রধান সচিব জে-সুরেশ বাবু, যিনি ৩১ শে জুলাই ,2020 অবসর গ্রহণ করেছেন।
৭) শশীধর জগদীশন সম্প্রতি কোন ব্যাঙ্কের নতুন CEO পদে নিযুক্ত হলেন?
Dr. Rajesh Kumar, IAS কে মণিপুর রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসাবে মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ নিয়োগ করেছেন বর্তমান প্রধান সচিব জে-সুরেশ বাবু, যিনি ৩১ শে জুলাই ,2020 অবসর গ্রহণ করেছেন।
৭) শশীধর জগদীশন সম্প্রতি কোন ব্যাঙ্কের নতুন CEO পদে নিযুক্ত হলেন?
a) HDFC Bank
b) ICICI Bank
c) Axis BAnk
d) কোনটিই নই
Answer :- HDFC Bank
শশীধর জগদীশনকে এইচডিএফসি ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে এবং আদিত্য পুরী অবসর নেওয়ার পর অক্টোবরে তিনি দায়িত্ব নেবেন।
৮) সম্প্রতি প্রয়াত কমল রানী বরুণ, কোন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন?
শশীধর জগদীশনকে এইচডিএফসি ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে এবং আদিত্য পুরী অবসর নেওয়ার পর অক্টোবরে তিনি দায়িত্ব নেবেন।
৮) সম্প্রতি প্রয়াত কমল রানী বরুণ, কোন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন?
a) রাজস্থান
b) উত্তর প্রদেশ
c) গুজরাট
d) কোনটিই নই
Answer :- b) উত্তর প্রদেশ
ভারতীয় রাজনীতিবিদ এবং উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিপরিষদমন্ত্রী কমল রানী বরুণ কোভিড -19-এর কারণে মারা গেছেন। কমল রানী রাজ্য সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন।
৯) সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘Kona Kona Umeed’ ক্যাম্পেইন শুরু করলো?
ভারতীয় রাজনীতিবিদ এবং উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিপরিষদমন্ত্রী কমল রানী বরুণ কোভিড -19-এর কারণে মারা গেছেন। কমল রানী রাজ্য সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন।
৯) সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘Kona Kona Umeed’ ক্যাম্পেইন শুরু করলো?
a) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
b) এক্সিস ব্যাঙ্ক
c) ICICI ব্যাঙ্ক
d) কোনটিই নই
Answer:- a) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
করোনা ভাইরাস মহামারীটির মাঝে গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশাল অফার ও ছাড় নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাংক দুটি মাস ব্যাপী প্রচার চালুর ঘোষণা করেছে। কোটক মাহিন্দ্রা ব্যাংক প্রতিষ্ঠা: 2003। কোটাক মাহিন্দ্রা ব্যাংক সদর দফতর: মুম্বই, মহারাষ্ট্র। কোটক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা: উদয় কোটক।
১০) বাজাজ ফিনান্স লিমিটেডের non-executive chairman পদে কে নিযুক্ত হলেন?
করোনা ভাইরাস মহামারীটির মাঝে গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশাল অফার ও ছাড় নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাংক দুটি মাস ব্যাপী প্রচার চালুর ঘোষণা করেছে। কোটক মাহিন্দ্রা ব্যাংক প্রতিষ্ঠা: 2003। কোটাক মাহিন্দ্রা ব্যাংক সদর দফতর: মুম্বই, মহারাষ্ট্র। কোটক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা: উদয় কোটক।
১০) বাজাজ ফিনান্স লিমিটেডের non-executive chairman পদে কে নিযুক্ত হলেন?
a) অলোক মিশ্র
b) সঞ্জীব বাজাজ
c) রাহুল বাজাজ
d) কোনটিই নই
Answer :- b) সঞ্জীব বাজাজ
বাজাজ ফিনান্সের বর্তমান non-executive chairman, রাহুল বাজাজ ২০ জুলাই, ২০২০-এ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে সনজিভ বাজাজ (সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান)। রাহুল বাজাজ এই সংস্থার একজন নির্বাহী-স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন।
আজকের ক্লাসের পিডিএফ টি ফ্রি ডাউনলোড করুন-
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
বাজাজ ফিনান্সের বর্তমান non-executive chairman, রাহুল বাজাজ ২০ জুলাই, ২০২০-এ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে সনজিভ বাজাজ (সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান)। রাহুল বাজাজ এই সংস্থার একজন নির্বাহী-স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন