Top Current Affairs 2 August 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 2nd August 2020 Top Current Affairs.
a) ১লা আগস্ট
b) ২রা আগস্ট
c) ৩রা আগস্ট
d) কোনটিই নই
তিন তালাক প্রথার বিরুদ্ধে আইন প্রণয়নকে স্মরণীয় রাখতেই Muslim Women’s Rights Day পালন করা হয়। তাত্ক্ষণিক তিন তালকের বিরুদ্ধে আইনের প্রথম বার্ষিকী উপলক্ষে 01 আগস্ট সারা দেশে এই দিবস পালিত হয়েছে।
২) ICRA লিমিটেডের নতুন Managing Director ও CEO হিসেবে কে নিযুক্ত হলেন?
a) Ashu Suyash
b) N Sivaraman
c) Satish Pillai
d) কোনটিই নই
Answer:- b) N Sivaraman
ভারতীয় ক্রেডিট রেটিং এজেন্সি আইসিআরএ লিমিটেডের পরিচালনা পর্ষদ এন শিভারমনকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং আইসিআরএ গ্রুপের সিইও হিসাবে নিয়োগ দিয়েছে ২০ ই আগস্ট, ২০২০ থেকে কার্যকর হবে।
৩) হামেদ বাকায়োকো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
a) আইভরি কোস্ট
b) ঘানা
c) গিনি
d) কোনটিই নই
Answer :- a) আইভরি কোস্ট
আইভরি কোস্টের প্রেসিডেন্ট Alassane Ouattara ৮ জুলাই, ২০২০-এ অমাদো গন কুলিবালির আকস্মিক মৃত্যুর পর থেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার পরে প্রতিরক্ষা মন্ত্রী হামেদ বাকায়োকে (55) প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। .হামেদ বাকায়োকো প্রতিরক্ষা মন্ত্রীর পদেও থাকবেন।
৪) গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের additional and independent director পদে কে নিযুক্ত হয়েছেন?
a) এস জয়শঙ্কর
b) বিপি কানুনগো
c) উরজিৎ প্যাটেল
d) কোনটিই নই
Answer :- c) উরজিৎ প্যাটেল
গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড ঘোষণা করেছে যে তার বোর্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাবেক গভর্নর উর্জিত প্যাটেলকে পাঁচ বছরের মেয়াদে additional and independent director হিসাবে নিয়োগ দিয়েছে, যা আগস্ট 01, 2020 থেকে কার্যকর হয়েছে।
৫) কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি 'লি টেং হুই' সম্প্রতি মারা গেছেন?
a) চীন
b) তাইওয়ান
c) দক্ষিণ কোরিয়া
d) কোনটিই নই
Answer :- b) তাইওয়ান
তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি লি টেং-হুই হৃদরোগের কারণে তাইওয়ানের তাইপেই শহরের বেইটো জেলাতে 97 বছর বয়সে মারা যান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 15 জানুয়ারী 1923-এ, তাইওয়ানের সানঝিতে।
৬) সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
a) অজয় ভাদু
b) হার্দিক সতীশ চন্দ্র
c) কেডি ত্রিপাঠি
d) কোনটিই নই
Answer :- b) হার্দিক সতীশ চন্দ্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব টোপনোর স্থলে তাঁর নতুন প্রাইভেট সেক্রেটারি (পিএস) হওয়ার জন্য (আইএএস) কর্মকর্তা হার্দিক শাহকে বেছে নিয়েছেন, যিনি এর আগে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকের সিনিয়র উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন।
৭) সম্প্রতি গুজরাট পুলিশের নতুন জেনারেল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
a) অনুব্রত মিশ্র
b) হার্দিক সতীশচন্দ্র শাহ
c) আশীষ ভাটিয়া
d) কোনটিই নই
Answer :- c) আশীষ ভাটিয়া
শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের এক প্রজ্ঞাপন আদেশে ১৯৮৫ ব্যাচের আইপিএস কর্মকর্তা এবং আহমেদাবাদ শহরের বর্তমান পুলিশ কমিশনার আশিস ভাটিয়াকে গুজরাটের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) পদে নিয়োগ করা হয়েছে।
৮) ভারতীয় ক্রীড়া তারকা রজত ভাটিয়া সম্প্রতি কোন খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন?
a) ফুটবল
b) টেনিস
c) ক্রিকেট
d) কোনটিই নই
Answer :- c) ক্রিকেট
ঘরোয়া অলরাউন্ডার রজত ভাটিয়া সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৪০ বছর বয়সী ভাটিয়া, ২০০৩-০৪ সালে তামিলনাড়ুর সাথে প্রথম শ্রেণির কেরিয়ার শুরু করেছিলেন, তবে দিল্লির হয়ে বেশিরভাগ ক্রিকেট খেলেছিলেন।
৯) 2020 জুলাইয়ে মারা যাওয়া সোনম শেরিং লেপচা , তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
a) লোক সংগীতশিল্পী
b) রাজনীতিবিদ
c) ফুটবল প্লেয়ার
d) কোনটিই নই
Answer :- a) লোক সংগীতশিল্পী
লোক সংগীতশিল্পী, সুরকার, গীতিকার এবং পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সোনম শেরিং লেপচা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে ৯২ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হন। তিনি ১৯২৮ সালের ৩ রা জানুয়ারি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের বং বস্তিতে জন্মগ্রহণ করেছিলেন।
১০) সম্প্রতি পেটিএম মানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন বরুণ শ্রীধর।
পেটিএম মানির সদর দফতরটি কোথায় অবস্থিত?
a) নয়াদিল্লি
b) বেঙ্গালুরু
c) নোইডা
d) কোনটিই নই
Answer :- b) বেঙ্গালুরু
পেইটিএম মানি প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীন যাদবের পদত্যাগের পরে বরুণ শ্রীধরকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগের ঘোষণা করেছেন। পেটিএম মানি: সদর দফতর - বেঙ্গালুরু, কর্ণাটক।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন