Top Current Affairs 19th August 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 19 August 2020 Top Current Affairs.
1) সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) এর নতুন director-general হিসাবে ভারত সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তির নাম বলুন?
a) অর্চনা রামসুন্দরাম
b) সুরজিৎ সিং দেশওয়াল
c) রাকেশ আস্থানা
d) এ পি মহেশ্বরী
Answer :- c) রাকেশ আস্থানা
ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নতুন মহাপরিচালক পদে রাকেশ আস্থানাকে নিয়োগ করেছে।
২) মহারাষ্ট্রের রাজ্যপাল, ভগত সিং কোশিয়ারি কে কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?
b) ঝাড়খণ্ড
c) গোয়া
d) কর্ণাটক
Answer:- c) গোয়া
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
৩) শাস্ত্রীয় সংগীতের কোন বিখ্যাত গায়ক সম্প্রতি আমেরিকাতে 90 বছর বয়সে মারা গেছেন?
a) পণ্ডিত জসরাজb) অরুণ ভাদুড়ি
c) বিরজু মহারাজ
d) ভীমসেন জোশী
Answer :- a) পণ্ডিত জসরাজ
বিশিষ্ট শাস্ত্রীয় গায়ক পণ্ডিত জসরাজ 2020 সালের 17 আগস্ট আমেরিকাতে মারা গেছেন। তাঁর বয়স ছিল 90 বছর। পন্ডিত জসরাজ জন্মগ্রহণ করেছিলেন 28 শে জানুয়ারী 1930 হিশার (হরিয়ানা) এ। তিনি 2000 সালে ভারত সরকার পদ্মবিভূষণ ভূষিত হন।
৪) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি কোন রেল স্টেশনের নামটি বদলে বনারস নামকরণের অনুমোদন দিয়েছে?
a) তারীঘাট রেলস্টেশনবিশিষ্ট শাস্ত্রীয় গায়ক পণ্ডিত জসরাজ 2020 সালের 17 আগস্ট আমেরিকাতে মারা গেছেন। তাঁর বয়স ছিল 90 বছর। পন্ডিত জসরাজ জন্মগ্রহণ করেছিলেন 28 শে জানুয়ারী 1930 হিশার (হরিয়ানা) এ। তিনি 2000 সালে ভারত সরকার পদ্মবিভূষণ ভূষিত হন।
৪) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি কোন রেল স্টেশনের নামটি বদলে বনারস নামকরণের অনুমোদন দিয়েছে?
b) মান্দুয়াডিহ রেলওয়ে স্টেশন
c) আমৌসি রেলস্টেশন
d) বলরামপুর রেলস্টেশন
Answer :- b) মান্দুয়াডিহ রেলওয়ে স্টেশন
এখন উত্তর প্রদেশের আরেকটি রেলস্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। মান্দুয়াডিহ রেলস্টেশনটি এখন বনরস হিসাবে পরিচিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর প্রদেশের মান্দুয়াডিহ রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তন করে 'বনরস' করার অনুমোদন দিয়েছে, সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। যেখানে এর আগে মুঘলসরাই স্টেশনের নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে।
এখন উত্তর প্রদেশের আরেকটি রেলস্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। মান্দুয়াডিহ রেলস্টেশনটি এখন বনরস হিসাবে পরিচিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর প্রদেশের মান্দুয়াডিহ রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তন করে 'বনরস' করার অনুমোদন দিয়েছে, সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। যেখানে এর আগে মুঘলসরাই স্টেশনের নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে।
৫) নিচের কোন দেশটি বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পের জন্য 01 বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে?
b) রাশিয়া
c) জাপান
d) চীন
Answer :- d) চীন
বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার ধার দিতে চলেছে চীন। সৌজন্যে তিস্তা প্রকল্প। জানা গেছে, বাংলাদেশের তিস্তা নদীর প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য চীনের কাছে সাহায্য চেয়েছিল বাংলাদেশ তার জবাবে বাংলাদেশকে এই বিরাট অংকের টাকা ধার দিতে চলেছে চীন সরকার।
৬) 'মাদারী' ও 'দ্রৃশ্যম' ছবির কোন প্রযোজক সম্প্রতি প্রয়াত হলেন?
a) নিশিকান্ত কামাতবাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার ধার দিতে চলেছে চীন। সৌজন্যে তিস্তা প্রকল্প। জানা গেছে, বাংলাদেশের তিস্তা নদীর প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য চীনের কাছে সাহায্য চেয়েছিল বাংলাদেশ তার জবাবে বাংলাদেশকে এই বিরাট অংকের টাকা ধার দিতে চলেছে চীন সরকার।
৬) 'মাদারী' ও 'দ্রৃশ্যম' ছবির কোন প্রযোজক সম্প্রতি প্রয়াত হলেন?
b) কমলা হাসান
c) অনিল সুরি
d) টিনু আনন্দ
Answer :- a) নিশিকান্ত কামাত
নিশিকান্ত কামাত পরিচালিত অজয় দেবগান ও তাবু অভিনীত 'দ্রিশ্যম', ইরফান খান অভিনীত 'মাদারী' চলচ্চিত্রের মতো চলচ্চিত্র। এর বাইরে তিনি জন আব্রাহামকে নিয়ে 'ফোর্স' এবং 'রকি হ্যান্ডসাম' এর মতো চলচ্চিত্র তৈরি করেছিলেন। নিশিকান্ত কামতের জন্ম মহারাষ্ট্রে। ২০০৫ সালে তিনি মারাঠি ছবি ডম্বিভালি ফাস্টের পরিচালনার মাধ্যমে পদার্পণ করেছিলেন। তাঁর প্রথম ছবিটি মারাঠি ভাষায় সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিল। ছবিটি ছিল সেই বছরের অন্যতম হিট মারাঠি ছবি।
৭) সম্প্রতি কোন আইপিএস অফিসার স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ বিষয়ক বিশেষ সচিব নিযুক্ত হয়েছেন?
a) সুধীর কুমার পোরিকানিশিকান্ত কামাত পরিচালিত অজয় দেবগান ও তাবু অভিনীত 'দ্রিশ্যম', ইরফান খান অভিনীত 'মাদারী' চলচ্চিত্রের মতো চলচ্চিত্র। এর বাইরে তিনি জন আব্রাহামকে নিয়ে 'ফোর্স' এবং 'রকি হ্যান্ডসাম' এর মতো চলচ্চিত্র তৈরি করেছিলেন। নিশিকান্ত কামতের জন্ম মহারাষ্ট্রে। ২০০৫ সালে তিনি মারাঠি ছবি ডম্বিভালি ফাস্টের পরিচালনার মাধ্যমে পদার্পণ করেছিলেন। তাঁর প্রথম ছবিটি মারাঠি ভাষায় সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিল। ছবিটি ছিল সেই বছরের অন্যতম হিট মারাঠি ছবি।
৭) সম্প্রতি কোন আইপিএস অফিসার স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ বিষয়ক বিশেষ সচিব নিযুক্ত হয়েছেন?
b) প্রমোদ কুমার মণ্ডল
c) বিএসকে কাউমুদি
d) হরকিশোর রায়
Answer :- c) বিএসকে কাউমুদি
পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (BPRD)বর্তমান প্রধান ভিএসকে কাউমুদিকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বিশেষ সচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) পদে নিয়োগ করা হয়েছে। ভিএসকে কাউমুদি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের 1986 ব্যাচের আইপিএস অফিসার যিনি বর্তমানে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (বিপিআরডি) হিসাবে কর্মরত আছেন।
৮) সম্প্রতি কে মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?
পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (BPRD)বর্তমান প্রধান ভিএসকে কাউমুদিকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বিশেষ সচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) পদে নিয়োগ করা হয়েছে। ভিএসকে কাউমুদি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের 1986 ব্যাচের আইপিএস অফিসার যিনি বর্তমানে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (বিপিআরডি) হিসাবে কর্মরত আছেন।
৮) সম্প্রতি কে মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?
a) সত্যপাল মালিক
b) ভগত সিং কোসিয়ারি
c) গিরিশ চন্দ্র মুর্মু
d) কোনটিই নই
b) ভগত সিং কোসিয়ারি
c) গিরিশ চন্দ্র মুর্মু
d) কোনটিই নই
Answer :- a) সত্যপাল মালিক
গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিককে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। সত্যপাল মালিক আগস্ট 2018 থেকে অক্টোবর 2019 পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। সত্যপল মালিক প্রথমবারের জন্য বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। 2018 সালে কয়েক মাসের জন্য তাঁকে ওড়িশার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল।
৯) কোন রাজ্যে ভারতীয় রেল বিশ্বের দীর্ঘতম পাইয়ার ব্রিজ নির্মাণ করছে?
গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিককে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। সত্যপাল মালিক আগস্ট 2018 থেকে অক্টোবর 2019 পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। সত্যপল মালিক প্রথমবারের জন্য বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। 2018 সালে কয়েক মাসের জন্য তাঁকে ওড়িশার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল।
৯) কোন রাজ্যে ভারতীয় রেল বিশ্বের দীর্ঘতম পাইয়ার ব্রিজ নির্মাণ করছে?
a) কর্ণাটক
b) বিহার
c) তামিলনাড়ু
d) মণিপুর
b) বিহার
c) তামিলনাড়ু
d) মণিপুর
Answer:- d) মণিপুর
ভারতীয় রেল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিশ্বের সবচেয়ে দীর্ঘ pier bridge নির্মাণ করছে। এই ব্রিজটি কুতুব মিনার থেকে দ্বিগুণ উঁচু হবে। এটি ইউরোপের মন্টিনিগ্রোতে নির্মিত ১৩৯ মিটার উঁচু সেতুর রেকর্ডটি ভেঙে দেবে।
১০) বাজাজ ফিনান্স লিমিটেডের non-executive chairman পদে কে নিযুক্ত হলেন?
ভারতীয় রেল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিশ্বের সবচেয়ে দীর্ঘ pier bridge নির্মাণ করছে। এই ব্রিজটি কুতুব মিনার থেকে দ্বিগুণ উঁচু হবে। এটি ইউরোপের মন্টিনিগ্রোতে নির্মিত ১৩৯ মিটার উঁচু সেতুর রেকর্ডটি ভেঙে দেবে।
১০) বাজাজ ফিনান্স লিমিটেডের non-executive chairman পদে কে নিযুক্ত হলেন?
b) সঞ্জীব বাজাজ
c) রাহুল বাজাজ
d) কোনটিই নই
Answer :- b) সঞ্জীব বাজাজ
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন