Top Current Affairs 16th August 2020 is most important for WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 16 August 2020 Top Current Affairs.
1) সম্প্রতি নাভাল অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
a) সত্যজিৎ সিংb) বিকে ভাদোরিয়া
c) দিনেশ কে ত্রিপাঠি
d) কোনটিই নই
সম্প্রতি নাভাল অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন দিনেশ কে ত্রিপাঠি।
২) সম্প্রতি কোন রাজ্যের কলা, চিনি ও খাজা GI TAG পেল?
b) গোয়া
c) উত্তর প্রদেশ
d) অরুণাচল প্রদেশ
Answer :- b) গোয়া
গোয়া –র কলা, চিনি ও খাজা সম্প্রতি GI (Geographical Indication) TAG পেয়েছে।
গোয়া –র কলা, চিনি ও খাজা সম্প্রতি GI (Geographical Indication) TAG পেয়েছে।
৩) সোমা মন্ডল কোন পাবলিক এন্টারপ্রাইজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন?
a) SAILb) ONGC
c) BHEL
d) GAIL
Answer :- a) SAIL
পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড (পিইএসবি) সোমা মন্ডলকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (সেল) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করেছে। বর্তমানে, সোমা মন্ডল সেলের ডিরেক্টর (বাণিজ্যিক) হিসাবে দায়িত্ব পালন করছেন।
৪) ২০২০ সালের ১৫ই আগস্ট ভারত কত তম স্বাধীনতা দিবস উদযাপন করলো?
a) ৭৩তমপাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড (পিইএসবি) সোমা মন্ডলকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (সেল) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করেছে। বর্তমানে, সোমা মন্ডল সেলের ডিরেক্টর (বাণিজ্যিক) হিসাবে দায়িত্ব পালন করছেন।
৪) ২০২০ সালের ১৫ই আগস্ট ভারত কত তম স্বাধীনতা দিবস উদযাপন করলো?
b) ৭৪তম
c) ৭৫তম
d) ৭২তম
Answer :- b) ৭৪তম
২০২০ সালের ১৫ই আগস্ট ভারত ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলো।
২০২০ সালের ১৫ই আগস্ট ভারত ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলো।
৫) ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স লিমিটেডের (IBHFL) Non-Executive Chairman পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
b) R. Gandhi
c) SS Mundra
d) কোনটিই নই
Answer :- Subhash Sheoratan Mundra
ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর, সুভাষ শিওরতন মুন্ড্রা IBHFL -এর Non-Executive Chairman হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৬) ম্যানিটোম্বি সিং, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
a) ক্রিকেট ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর, সুভাষ শিওরতন মুন্ড্রা IBHFL -এর Non-Executive Chairman হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৬) ম্যানিটোম্বি সিং, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
b) ফুটবল
c) বাস্কেটবল
d) কোনটিই নই
Answer :- b) ফুটবল
প্রাক্তন ভারতের ডিফেন্ডার এবং মহুন বাগানের অধিনায়ক ম্যানিটোম্বি সিং মারা গেছেন। তিনি মোহুনবাগানের হয়ে খেলেছিলেন এবং ২০১০ সালে দিল্লি সকার এসোসিয়েশন লিগ খেতাব অর্জনকারী হিন্দুস্তান এফসি দলের সদস্যও ছিলেন।
৭) ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা লঞ্চ করা ৪র্থ তম জাহাজটির নাম বলো?
a) দুর্জয় প্রাক্তন ভারতের ডিফেন্ডার এবং মহুন বাগানের অধিনায়ক ম্যানিটোম্বি সিং মারা গেছেন। তিনি মোহুনবাগানের হয়ে খেলেছিলেন এবং ২০১০ সালে দিল্লি সকার এসোসিয়েশন লিগ খেতাব অর্জনকারী হিন্দুস্তান এফসি দলের সদস্যও ছিলেন।
৭) ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা লঞ্চ করা ৪র্থ তম জাহাজটির নাম বলো?
b) সার্থক
c) সম্প্রতি
d) কোনটিই নই
Answer :- b) সার্থক
সমুদ্র সুরক্ষা বাড়ানোর জন্য কোস্টগার্ড মোতায়েন করা পাঁচটি ওপিভি সিরিজের চতুর্থ স্থানে রয়েছেন সার্থক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'র ভিশনের সাথে সামঞ্জস্য রেখে এটি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা দেশীয়ভাবে ডিজাইন ও নির্মিত হয়েছে।
৮) GoAir এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হলেন?
সমুদ্র সুরক্ষা বাড়ানোর জন্য কোস্টগার্ড মোতায়েন করা পাঁচটি ওপিভি সিরিজের চতুর্থ স্থানে রয়েছেন সার্থক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'র ভিশনের সাথে সামঞ্জস্য রেখে এটি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা দেশীয়ভাবে ডিজাইন ও নির্মিত হয়েছে।
৮) GoAir এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হলেন?
a) বিনয় দুবে
b) কৌশিক খোনা
c) জাহাঙ্গীর ওয়াদিয়া
d) রাহুল ভাটিয়া
b) কৌশিক খোনা
c) জাহাঙ্গীর ওয়াদিয়া
d) রাহুল ভাটিয়া
Answer :- b) কৌশিক খোনা
কৌশিক খোনাকে GoAir এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ করা হয়েছে।
৯) সম্প্রতি 'বিক্রম দুরাইস্বামী' কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?
কৌশিক খোনাকে GoAir এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ করা হয়েছে।
৯) সম্প্রতি 'বিক্রম দুরাইস্বামী' কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?
a) বাংলাদেশ
b) শ্রীলঙ্কা
c) নেপাল
d) কোনটিই নই
b) শ্রীলঙ্কা
c) নেপাল
d) কোনটিই নই
Answer:- a) বাংলাদেশ
সম্প্রতি 'বিক্রম দুরাইস্বামী' বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন।
১০) কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
সম্প্রতি 'বিক্রম দুরাইস্বামী' বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন।
১০) কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
b) সুরেশ রায়না
c) রবীন্দ্র জাদেজা
d) কোনটিই নই
Answer :- a) মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর
👇👇👇👇👇
👇👇👇👇👇
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন