Hot Posts

আগস্ট ২১, ২০২০

Daily Current Affairs Quiz in Bengali - 21 August 2020 Current Affairs MCQ - Monthly Current Affairs 2020 PDF

Top Current Affairs 21 August 2020 is most important for  WBPSC, SSC Exams (SSC CGL, SSC CHSL, SSC MTS), RRB NTPC,RRB Group d, WBP Exam, DRDO, UPSC & Various Competitive Exams. Here in this article we are sharing 21 August 2020 Top Current Affairs.


 

 

1) সম্প্রতি গুগল ভারতে কর্মসংস্থানের জন্য নিচের কোন অ্যাপ্লিকেশন চালু করেছে?

a) Kormo Jobs app
b) NGP Jobs App
c) Bihtak App
d) কোনটিই নই

Answer :- a) Kormo Jobs app
গুগল ভারতে একটি অ্যাপ আনছে, যার সহায়তায় লোকেরা চাকরি খুঁজে পেতে এবং এর জন্য আবেদন করতে সক্ষম হবে। এই অ্যান্ড্রয়েড অ্যাপটির নাম হবে ‘কর্ম জবস'। গুগলের এই অ্যাপের মাধ্যমে, এটি সারা দেশে শূন্য পোস্টগুলি সন্ধান করতে সহায়তা করবে। এই অ্যাপ্লিকেশনটি চাকরি প্রার্থীদের সহায়তা করবে এবং তারা তাদের পছন্দের কাজগুলি খুঁজে পেতে এবং আবেদন করতে সক্ষম হবে।

২) স্পোর্টস eyewear brand "Oakley" কোন ভারতীয় ক্রিকেটারকে ভারতে দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করছে?
 
a) বিরাট কোহলি
b) রোহিত শর্মা
c) রবীন্দ্র জাদেজা
d) শচীন টেন্ডুলকার

Answer :- b) রোহিত শর্মা
স্পোর্টস আইওয়্যার ব্র্যান্ড 'ওকলি' ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে ভারতে দুই বছরের জন্য তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে।
 
৩) কোন দেশের মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার লরা মার্শ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন?
 
a) অস্ট্রেলিয়া
b) নিউজিল্যান্ড
c) ইংল্যান্ড
d) ওয়েস্ট ইন্ডিজ

Answer :- c) ইংল্যান্ড
ইংল্যান্ড বিশ্বকাপজয়ী অলরাউন্ডার লরা মার্শ ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ২০১৭ সালে বিশ্বকাপ জিতানো ইংল্যান্ড মহিলা দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন। লরা মার্শ তার আন্তর্জাতিক কেরিয়ারে 9 টি টেস্ট, 103 ওয়ানডে এবং 67 টি -20 আই ম্যাচ খেলেছিলেন। তিনি সব ফর্ম্যাটে মোট 1,588 রান করেছেন এবং 217 উইকেটও নিয়েছেন।

৪) সম্প্রতি প্রকাশিত আইসিসি ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে কে শীর্ষে আছে?
 
a) স্টিভ স্মিথ
b) বিরাট কোহলি
c) কেন উইলিয়ামসন
d) কোনটিই নই

Answer :- a) স্টিভ স্মিথ
সম্প্রতি প্রকাশিত আইসিসি ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্টিভ স্মিথ

৫) তাত্ক্ষণিক একাউন্ট খোলার জন্য কোন ব্যাংক ‘LVB DigiGo’ সুবিধা চালু করেছে?
 
a) এয়ারটেল পেমেন্ট ব্যাংক
b) লক্ষ্মী বিলাস ব্যাংক
c) পেটিএম পেমেন্ট ব্যাংক
d) কোনটিই নই

Answer :- b) লক্ষ্মী বিলাস ব্যাংক
তাত্ক্ষণিক একাউন্ট খোলার জন্য লক্ষ্মী বিলাস ব্যাংক ‘LVB DigiGo’ সুবিধা চালু করেছে।

৬) জাপানের ডাবল অলিম্পিক বিজয়ী আয়াকা তাকাহাশি সম্প্রতি কোন খেলা থেকে অবসর নিয়েছেন?
 
a) টেনিস
b) ব্যাডমিন্টন
c) স্কোয়াশ     
d) টেবিল টেনিস

Answer :- b) ব্যাডমিন্টন
জাপানের ডাবল অলিম্পিক জয়ী আইয়াকা তাকাহাশি সম্প্রতি ব্যাডমিন্টন খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে ডেনমার্কের ক্রিস্টিনা পেদারসেন এবং কামিলা রিটার জুহলকে হারিয়ে মাতসুতোমো সহ মহিলা ডাবলস স্বর্ণপদক জিতেছিলেন।

৭) সম্প্রতি মান্দুয়াডিহ রেলস্টেশনটির নাম পরিবর্তন করা হয়েছে কোন রাজ্যে?
 
a) ওড়িশা
b) পশ্চিমবঙ্গ
c) উত্তরপ্রদেশ
d) কোনটিই নই

Answer :- c) উত্তরপ্রদেশ
সম্প্রতি উত্তরপ্রদেশের মান্দুয়াডিহ রেলস্টেশনটির নাম পরিবর্তন করা হয়েছে।

৮) কোন পেমেন্ট ব্যাংক ডিজিটাল ‘Jan Bachat Khata’ চালু করেছে?
 
a) Airtel Payment Bank
b) Fino Payment Bank
c) Paytm Payment Bank
d) কোনটিই নই

Answer :- b) Fino Payment Bank
Fino Payment Bank সম্প্রতি ‘Jan Bachat Khata’ নামে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো।  

৯) ভারতে প্রতিবছর কোন দিন সদভাবনা দিবস বা সম্প্রীতি দিবস হিসাবে পালিত হয়?
 
a) ২২ শে আগস্ট
b) ২১ শে আগস্ট
c) ২০ আগস্ট
d) ১৯ আগস্ট

Answer:- c) ২০ আগস্ট
প্রতি বছর 20 আগস্ট ভারতে রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে সাদভাবনা দিবস বা সম্প্রীতি দিবস উদযাপিত হয়।

১০) লুইস রোডল্ফো অবিনাডার সম্প্রতি Dominican Republic এর কততম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
 
a) ৫৪ তম
b) ৫৫ তম
c) ৫৬ তম
d) ৫৭ তম

Answer :- a) ৫৪ তম
লুইস রোডল্ফো অ্যাবিনাডার করোনা ডোমিনিকান প্রজাতন্ত্রের ৫৪ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। 



 
🔥বন সহায়ক ইন্টারভিউ প্রস্তুতির সেরা বই প্রকাশিত হল,
বন সহায়ক পরিক্ষার বই রিভিউ ভিডিও:- Click Here

🔥এই লিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করোঃ-
Click Here
 
 
প্রতিদিন সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়াল ও ফ্রী PDF পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর 
👇👇👇👇👇

join our telegram group


কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন-





প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ও ফ্রি PDF ডাউনলোড করার জন্য আমদের ওয়েবসাইট টি প্রতিদিন ভিজিট করুন- www.examdisha.in


আজকের ক্লাসের পিডিএফ টি ফ্রি ডাউনলোড করুন-
Download PDF

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই লিঙ্কে ক্লিক করো- 
Join Our FB Group






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন