Hot Posts

সেপ্টেম্বর ০৪, ২০২০

পশ্চিমবঙ্গের বন সহায়ক মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Wb Forest Bana Sahayak GK Question

পশ্চিমবঙ্গের বন সহায়ক মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


বন সহায়ক ইন্টারভিউ প্রস্তুতির সেরা বই প্রকাশিত হল, বন সহায়ক পরিক্ষার বই রিভিউ ভিডিও:- https://youtu.be/4AfqsWZdlAM
 


এই লিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করোঃ https://exambangla.stores.instamojo.com/product/107635/ban-sahayak-interview-e-book-bandhu-tutorial/

বন সহায়ক নিয়োগ পদ্ধতি
নিয়োগ বোর্ডে ৩জন সদস্য থাকবেন, তারা প্রত্যেকেই ১০০ নম্বর অনুসারে আবেদনকারীকে মূল্যায়ন করবে। সর্বশেষ আবেদনকারী মোট ৩০০ নম্বরের ভিত্তিতে কত নম্বর পেয়েছেন সেটি দেখা হবে।
এক্ষেত্রে দুই বা তার বেশি ক্যান্ডিডেট একই নম্বর পেয়ে থাকেন তাহলে বেশি বয়েসের আবেদনকারীকে বাছাই করা হবে। যদি বয়স ও নম্বর দুই বা তার বেশি আবেদনকারীর একই হয়ে যায় সেক্ষেত্রে যে আবেদনকারী জেনারেল নলেজ বা সাধারন জ্ঞানে বেশি নম্বর পেয়েছেন তাকে বাছাই করা হবে।
তাহলে তোমরা জেনে গেলে কিভাবে নিয়োগ করা হবে। তাহলে বন সহায়ক নিয়োগে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? জেনে নিন, ভালো করে লক্ষ্য করুন ১০০ নম্বরের মধ্যে যে ৫টি ক্ষেত্র রাখা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল জেনারেল নলেজ বা সাধারন জ্ঞান। বাংলা,হিন্দি ও ইংরেজি লিখতে বুঝতে আমরা সবাই পারি। যেখানে ২জন প্রাথীর পার্থক্য তৈরি করা হবে সেটি হল সাধারন জ্ঞান বা জেনারেল নলেজের ২০ নম্বর।
জেনারেল নলেজে ঠিক কি বিষয় থাকবে তার বিস্তারিত তথ্য নোটিফিকেশনে দেওয়া নেই। অর্থাৎ তোমাদেরকে সব ধরনের জেনারেল নলেজের প্রস্তুতি নিতে হবে।


বন সহায়ক ইন্টারভিউ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক্লাস- ২৩
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,ক্লাস নঃ-২৩

১) লোথিয়ান দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উঃ দক্ষিণ ২৪ পরগনা

২) কুচিপুড়ি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?  
উঃ অন্ধ্রপ্রদেশ

৩) জোড়পখরি অভয়ারণ্য কোথায় অবস্থিত ও কোন প্রানীর জন্য বিখ্যাত?
উঃ দার্জিলিং জেলায় অবস্থিত ও সালামান্ডার এর জন্য বিখ্যাত

৪) ভারতে কবে জীব বৈচিত্র আইন প্রনীত হয়?  
উঃ ২০০২ সালে  

৫) ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত সালে?
উঃ ১৯৭৩ সালে

৬) ভারত সরকার কত সালে গণ্ডার সংরক্ষণ আইন প্রণয়ন করে?
উঃ ১৯৭২ সালে

৭) পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?       
উঃ ১৯৫৯ সালে  
    
৮) হস্তি প্রকল্প কত সালে চালু হয়?  
উঃ ১৯৯২ সালে

৯) পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত?
উঃ দাগযুক্ত হরিণ

১০) সিঙ্গলীলা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?  
উঃ ১৯৯২ সালে  

১১) ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান  

১২) ভিতরকনিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ ওড়িশা

১৩) সরিস্কা জাতীয় উদ্দ্যান ভারতের কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান  

১৪) ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন

১৫) ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি?
উঃ বাদাবন
১৬) আসামের ব্যঘ্র সংরক্ষণ স্থানের নাম কি?
উঃ মানস

১৭) বন্যপ্রানী সপ্তাহ কব্বে পালন করা হয়?
উঃ ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর

১৮) মহানন্দা বন্যপ্রাণী অভ্যারন্যটি কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গে  

১৯) বক্সা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?   
উঃ ১৯৯২ সালে  

২০) সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?  
উঃ কেরালা  

প্রতিদিন ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো- Click Here

প্রতিদিন চাকরির খবর ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমদের চানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের ঘণ্টাটি বাজিয়ে দাও- Subscribe Our Youtube Channel- Click Here

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.examdisha.in/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন