WB পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি অনুশীলন করতে হবে। পরীক্ষার সময়কাল ১ ঘন্টা, প্রিলিমিনারিতে মোট ১০০টি এবং মেইনসে ৮৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর নম্বর থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেতিবাচক নম্বর থাকে।
SSC CHSL | IAS EXAM | RRB NTPC | NTSE | CDS | UPSC | UPSC | SSC CGL | CBSE UGC NET 1 | IBPS PO | SBI PO | IBPS CLERK | AFCAT | SSC JE | CSIR UGC NET
অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী?
(A) মাইকোসিস
(B) অ্যামাইটোসিস
(C) মাইটোসিস
(D) মায়োসিস
কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হত, তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল (Principal) টাকা কত ছিল?
(A) 1,25,000 টাকা
(B) 1,70,000 টাকা
(C) 1,20,000 টাকা
(D) 1,50,000 টাকা
নীচের শব্দগুলির মধ্যে কোনটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়?
(A) PRONE
(B) THOSE
(C) COTTON
(D) SCENT
1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী (Provisional) সরকার গঠন করেন?
(A) বার্লিন
(B) রেঙ্গুন
(C) ব্যাঙ্কক
(D) সিঙ্গাপুর এ
একটি সাংকেতিক ভাষায় 724 মানে 'leaf is green', 374 মানে 'green and blue' এবং 438 মানে 'sky is blue' হলে, 'leaf' এবং 'is' কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে?
(A) 7 এবং 4
(B) 2 এবং 7
(C) 2 এবং ৪
(D) 2 এবং 4
দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা
(A) 21
(B) 25
(C) নির্ণয় করা সম্ভব নয়।
(D) 23
নিম্নোক্ত কোনটি একটি 'বামনগ্রহ' নয়?
(A) সিরেস
(B) প্লুটো
(C) ইরিস
(D) নেপচুন
যদি 'X$Y' মানে 'X, Y-এর বাবা'; 'X # Y' মানে 'X, Y-এর মা'; 'X \times Y' মানে 'X, Y-এর বোন' হয়, তবে N#A$B \times D-তে D কীভাবে N-এর সাথে সম্পর্কিত?
(A) নাতনি
(B) ভাইপো
(C) নির্ণয় করা সম্ভব নয়
(D) নাতি
Torr কীসের Unit?
(A) গতি (Momentum)
(B) চাপ (Pressure)
(C) কার্য (Work)
(D) বল (Force)
নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়?
(A) নিউমোনিয়া
(B) টাইফয়েড
(C) ইনফ্লুয়েঞ্জা
(D) ডিপথেরিয়া
যদি '+' মানে 'x', '-' মানে ' \div ', 'x' মানে '+', '\div' মানে '-' হয়, তবে (2+27-3+2\times3\div2)-এর মান নির্ণয় করো।
(A) 27
(B) 35
(C) 39
(D) 37
নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়?
(A) যকৃৎ
(B) থাইরয়েড
(C) অগ্ন্যাশয়
(D) পিটুইটারি
12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) 150
(B) 300
(C) 600
(D) 200
ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো: গায়ক, সংগীতকার, ডাক্তার
(A) [A]
(B) [B]
(C) [C]
(D) [D]
যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয়, তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়?
(A) রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা
(B) ঝড়ের সম্ভাবনা
(C) পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা
(D) বৃষ্টির সম্ভাবনা
'মুদ্রারাক্ষস' নাটকটির রচয়িতা কে?
(A) বিশাখদত্ত
(B) শূদ্রক
(C) কলহন
(D) কালিদাস
একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10000টি বাল্ব তৈরির বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে?
(A) 55
(B) 60
(C) 10
(D) 15
মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত?
(A) সুবর্ণরেখা
(B) মহানদী
(C) তুঙ্গভদ্রা
(D) কংসাবতী
এক চা-বিক্রেতা 250 টাকা/কেজি দরের A চা, 150 টাকা/কেজি দরের B চা-এর সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা/কেজি দরে যদি তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত?
(A) 10%
(B) 12%
(C) 18%
(D) 15%
নিম্নলিখিত কোন Browser টির সাহায্যে Dark Web access করা যায়?
(A) আই ও এস
(B) গুগল ক্রোম
(C) টর
(D) লিন্যাক্স
কোনো পরিমাণ টাকা, চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2\frac{1}{2} গুণ হয়। ওই একই পরিমাণ টাকা 18 বছরে কতগুণ হবে?
(A) \frac{625}{16}
(B) \frac{5}{2}
(C) \frac{125}{8}
(D) \frac{25}{4}
G-এর বাবা হল X-এর পুত্র। P হল G-এর কাকা। Y হল X-এর ভাই। তাহলে Y, P-র কে হয়?
(A) দাদা
(B) কাকা
(C) বাবা
(D) ভাইপো
2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান 'ভাটনাগর পুরস্কার' লাভ করেছেন?
(A) প্রফেসর সূর্যেন্দু দত্ত
(B) প্রফেসর সুরজিত ধারা
(C) প্রফেসর রজতশুভ্র হাজরা
(D) প্রফেসর জ্যোতির্ময়ী দাস
যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে?
(A) 30%
(B) 25%
(C) 15%
(D) 20%
ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তামিলনাড়ু
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ. উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকের দশম স্থানের অক্ষরের ডানদিকে অষ্টম স্থানে আছে?
(A) I
(B) X
(C) H
(D) W
শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল?
(A) 5 বছর
(B) ৪ বছর
(C) 3.5 বছর
(D) 2.5 বছর
তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?
(A) গোদাবরী নদী
(B) কৃষ্ণা নদী
(C) কাবেরী নদী
(D) ব্রহ্মপুত্র নদ
M সংখ্যক মানুষ একটি দ্রব্য R দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে?
(A) \frac{4M}{R^{2}-4R}
(B) \frac{4R}{M^{2}-4M}
(C) \frac{4M-R}{4R}
(D) \frac{M^{2}-4R}{MR}
ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?
(A) নাগাল্যান্ড
(B) মিজোরাম
(C) মধ্য প্রদেশ
(D) মেঘালয়
নীচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে?
* Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve
(A) Acquit
(B) Actuate
(C) Achieve
(D) Accumulate
তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন?
(A) সতীশ চন্দ্র সামন্ত
(B) অজয় মুখার্জী
(C) বীরেন শাসমল
(D) সুশীল ধারা
মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না?
(A) কৈশিক
(B) ধমনী
(C) মস্তিষ্ক
(D) শিরা
The following table:
"72", "24", "6"
"96", "16", "12"
"108", "?", "18"
(A) 18
(B) 12
(C) 20
(D) 16
কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়?
(A) লর্ড বেন্টিঙ্ক
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) লর্ড রিপন
যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল?
(A) 15 বছর
(B) 10 বছর
(C) 18 বছর
(D) 12 বছর
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত?
(A) তেলেঙ্গানা
(B) মধ্যপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) উড়িষ্যা
কার জীবনীর নাম 'Romancing with life'?
(A) অমিতাভ বচ্চন
(B) দিলীপ কুমার
(C) রাজ কাপুর
(D) দেব আনন্দ
নীচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে আছে বি কিন্তু পরে 3 নেই?
5 9 3 2 1 7 4 2 6 9 7 4 6 1 3 2 8 7 4 1 3 8 3 2 5 6 7 4 3 9 5 8 2 0 1 8 7 4 6 3
(A) ছয়
(B) চার
(C) পাঁচ
(D) তিন
ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয়?
(A) Stalking
(B) Bullying
(C) E-bombing
(D) Phishing
যদি 1+4=9, 2+8=18, 3+6=15, তাহলে 7+8-এর মান কত?
(A) 30
(B) 41
(C) 32
(D) 23
নিম্নোক্ত কোনটি ভারতের একটি ট্যাক্স ফ্রি বন্দর?
(A) মুম্বাই
(B) কান্দালা
(C) কোচিন
(D) হলদিয়া
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম 'Green Hydrogen' প্ল্যান্টটি কোথায় স্থাপিত হলো?
(A) পারাদ্বীপ তেলশোধনাগার
(B) মথুরা তেলশোধনাগার
(C) জামনগর তেলশোধনাগার
(D) হলদিয়া তেলশোধনাগার
যদি একটি রাস্তার \frac{3}{10} ভাগ 45 কিমি হয়, তবে সেই রাস্তার \frac{2}{5} অংশের দৈর্ঘ্য কত?
(A) 68 কিমি
(B) 60 কিমি
(C) 26 কিমি
(D) 66 কিমি
নিম্নোক্তের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটি?
(A) অসলো
(B) ক্যানবেরা
(C) আক্রা
(D) দামাস্কাস
CMM, EOO, GQQ, \underline{?}, KUU
(A) ISS
(B) GRR
(C) ITT
(D) GSS
সরলীকরণ করো:
(\sqrt{20}+\sqrt{1125}-\sqrt{567})/(\sqrt{500}+\sqrt{245}+\sqrt{9})
(A) 1445
(B) 2012
(C) 567
(D) 878
সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো:
_bca_dabba_bac_c_a
(A) acdbba
(B) adcdba
(C) acddab
(D) acdbba
A, 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। পরবর্তীতে B, 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভাংশের হার 2:1 অনুপাতে A ও B-এর মধ্যে ভাগ হয়ে যায়, তবে A শুরু করার কত সময় পরে B ব্যবসায় যুক্ত হয়েছিল?
(A) 7 মাস
(B) 6 মাস
(C) 3 মাস
(D) 5 মাস
'Fire Ice' বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়?
(A) প্রোপেন হাইড্রেট
(B) মিথেন হাইড্রেট
(C) মিথিলিন হাইড্রেট
(D) ইথেন হাইড্রেট
ভারতে সঞ্চিত কয়লার প্রায় 80% কোথায় সঞ্চিত আছে?
(A) মহানদী অববাহিকায়
(B) দামোদর অববাহিকায়
(C) গোদাবরী অববাহিকায়
(D) সোন অববাহিকায়
'CASTRAPHONE' শব্দটিতে কত জোড়া অক্ষর আছে যারা যােগফলের ক্রম অনুসারে বর্ণমালায়ও ততগুলো অক্ষর আছে?
(A) 5
(B) 3
(C) 6
(D) 4
প্রথম 'পদ্মবিভূষণ' পুরস্কারের প্রাপক কে ছিলেন?
(A) ডাঃ ধীরান ভাটিয়া
(B) নন্দনাল বোস
(C) পন্ডিত জওহরলাল নেহরু
(D) সত্যেন্দ্রনাথ বোস
A, B, C, D, E এবং F এই ছয় বন্ধু এক বেঞ্চে বসে আছে। E এবং F মাঝখানে বসে আছে। A এবং B দুই প্রান্তে আছে। C, A-র একদম বামদিকে বসে আছে, তাহলে B-এর একদম ডানদিকে কে বসে আছে?
(A) C
(B) D
(C) E
(D) A
কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিকে দুটো পদক জয় করেছেন?
(A) সাইখোম মীরাবাই চানু
(B) পি. টি. ঊষা
(C) লাভলীনা বড়গোহাঁই
(D) পি.ভি. সিন্ধু
মোহিনী হলো নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে ছোটো। সরিতা এবং মালিনী একই দৈর্ঘ্যের। তাদের মধ্যে হেমা মোহিনীর থেকে ছোটো। তাদের মধ্যে কে দ্বিতীয় সর্বোচ্চ লম্বা?
(A) হেমা
(B) মোহিনী
(C) নির্ণয় করা সম্ভব নয়
(D) নিতা
ধান ও গমের বাজার মূল্যের অনুপাত 2:3 এবং এই দুটি শস্যের পরিমাণগত ব্যবহারের অনুপাত 5:4। তাহলে খরচাপাতির অনুপাত (ধান ও গম) কত?
(A) 1:1
(B) 6:5
(C) 8:15
(D) 5:6
নিম্নোক্ত কোনটি প্রদত্ত শব্দের জলের প্রতিবিম্ব?
NUCLEAR
(A) MUCREAE
(B) KVEГCUM
(C) МИСГEVB
(D) ИUCГEVK
পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 12 বছর পর পিতার বয়স হবে তার পুত্রের বয়সের দ্বিগুণের সমান। পুত্রের বর্তমান বয়স কত?
(A) 36 বছর
(B) 10 বছর
(C) 14 বছর
(D) 12 বছর
কে কলকাতাকে 'আলীনগর' নামকরণ কে করেছিলেন?
(A) মীর কাশিম
(B) সিরাজ উদ দৌলা
(C) বাহাদুর শাহ আলম
(D) মীর জাফর
নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাত কত?
\frac{1}{3}, \frac{1}{6}, \frac{1}{9}, ?
(A) \frac{1}{6}
(B) \frac{1}{18}
(C) \frac{1}{27}
(D) \frac{1}{3}
নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী?
(A) ব্রহ্মপুত্র
(B) গঙ্গা
(C) গোদাবরী
(D) সিন্ধু
A এবং B একটি কাজ 10 ও 15 দিনে করে। A 4 দিন করার পর B 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজ C 8 দিনে শেষ করে। তিনজন একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করত?
(A) ৪ দিন
(B) 5 দিন
(C) 3 দিন
(D) 7 দিন
যদি 27th September_এ এক বছর Saturday হয়, তবে 27th October_এ সেই বছর কোন দিন হবে?
(A) শনিবার
(B) সোমবার
(C) রবিবার
(D) বৃহস্পতিবার
কত সালে পশ্চিমবঙ্গ সুন্দরবনকে একটি 'হেরিটেজ সাইট' ঘোষণা করা হয়?
(A) 1969
(B) 1999
(C) 1989
(D) 1979
বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ 'ত্রিপিটক' কোন লিপিতে লেখা হয়েছিল?
(A) সংস্কৃত
(B) পালি
(C) হিন্দি
(D) বাংলা
একটি গ্যারিসনে 500 জন সেনা 24 দিনের খাবার নিয়ে এসেছিল। আরও 300 জন সেনা উপস্থিত হলে, ওই খাদ্য কতদিনের জন্য যথেষ্ট হবে?
(A) 17\frac{1}{2} দিন
(B) 15 দিন
(C) 18 দিন
(D) 16 দিন
পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত?
(A) টেবিল টেনিস
(B) ব্যাডমিন্টন
(C) ক্রিকেট
(D) লন টেনিস
'Pegasus' নামক স্পাইওয়্যার, যেটি ফোন-এর উপর নজরদারির জন্য অভিযুক্ত, সেটি কোন দেশ প্রস্তুত করেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ইসরায়েল
(C) ফ্রান্স
(D) কানাডা
তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির তিনগুণ থেকে 10 কম। সবচেয়ে ছোটো সংখ্যাটি কত?
(A) 28
(B) 68
(C) 66
(D) 26
তিহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
(A) রবি
(B) গঙ্গা
(C) ইচ্ছামতী
(D) ইরাবতী
একটি হলঘরের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 5 মি বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 বর্গ মি হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
(A) 13 মি এবং 8 মি
(B) 11 মি এবং 6 মি
(C) 14 মি এবং 6 মি
(D) 12 মি এবং 7 মি
যদি একজন বিক্রেতা দুটি শাড়ি 400 টাকা দরে বিক্রি করেন, একটিতে 20% লাভ ও অন্যটিতে 20% ক্ষতি, তবে সামগ্রিক ভাবে তার লাভ বা ক্ষতি কত?
(A) 4% লাভ
(B) লাভ বা ক্ষতি কিছুই হয়নি
(C) 1% ক্ষতি
(D) 4% ক্ষতি
'INDRA 2021' সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা?
(A) জাপান
(B) রাশিয়া
(C) সিঙ্গাপুর
(D) ভারত
12, 25, 37, 49, _____?
(A) 56
(B) 69
(C) 60
(D) 65
হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি (National Police Academy) কার নামে নামাঙ্কিত?
(A) লাল বাহাদুর শাস্ত্রী
(B) পণ্ডিত জওহরলাল নেহরু
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) মহাত্মা গান্ধী
একটি ডেটল ও জলের মিশ্রণে ডেটলের পরিমাণ 80%। 60 লিটার এই মিশ্রণে কত জল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ 75% হবে?
(A) 8 লিটার
(B) 4 লিটার
(C) 10 লিটার
(D) 6 লিটার
ভারতের কোন জাতীয় সড়ক দীর্ঘতম?
(A) NH 60
(B) NH 17
(C) NH 44
(D) NH 10
ভারতের সংবিধানে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
(A) চতুর্থ তফসিল
(B) প্রস্তাবনা
(C) রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি
(D) মৌলিক অধিকার
যদি ACID-এর সাংকেতিক লিপি 1C3D, PAMPER-এর P1MP2R হয়, তবে BOMBAY-এর সাংকেতিক লিপি কী হবে?
(A) B5MB2Y
(B) B4MB1Y
(C) B4MB2Y
(D) B3MB1Y
কার ছদ্মনাম ছিল 'ধূমকেতু'?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) কাজি নজরুল ইসলাম
(C) সত্যজিৎ রায়
(D) সুনীল গঙ্গোপাধ্যায়
'পম্পাস' তৃণভূমি কোন মহাদেশে পাওয়া যায়?
(A) উত্তর আমেরিকা
(B) এশিয়া
(C) দক্ষিণ আমেরিকা
(D) আফ্রিকা
সাম্প্রতিক কোন ভারতীয় অভিনেত্রী ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের 'ক্রিস্টাল অ্যাওয়ার্ড' লাভ করেছেন?
(A) করিনা কাপুর
(B) প্রিয়াঙ্কা চোপড়া
(C) অনুষ্কা শর্মা
(D) দীপিকা পাডুকোন
এক ব্যক্তি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক এক্সপ্রেস ট্রেন অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘণ্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত?
(A) 150 মিটার
(B) 250 মিটার
(C) 300 মিটার
(D) 200 মিটার
বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত?
(A) 6 বছর
(B) 3 বছর
(C) 5 বছর
(D) 2 বছর
যদি 2 সংখ্যাটি নিচের দিকে থাকে, তবে কোন সংখ্যাটি উপরে থাকবে?
(A) 1
(B) 5
(C) 6
(D) 3
নিম্নলিখিত কোন ব্যক্তিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা 'Jagat Seth' উপাধি পেয়েছিলেন?
(A) খোজা ওয়াজিদ
(B) মানিকচাঁদ
(C) উমিচাঁদ
(D) ফটিকচাঁদ
রাশিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। এরপর ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটে। এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার হাঁটে। এরপর বাম দিকে ঘুরে 15 মিটার যায়। এরপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়। এখন সে কোন দিকে এবং তার প্রথম স্থান থেকে কত দূরত্বে আছে?
(A) 30 মিটার পশ্চিম
(B) 15 মিটার পশ্চিম
(C) 45 মিটার পূর্ব
(D) 30 মিটার পূর্ব
স্পোর্টসপার্সন দীপিকা কুমারী, যিনি সম্প্রতি বিশ্বব্যাপী নং 1 র্যাঙ্কিং অর্জন করেছেন, কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) টেবিল টেনিস
(B) তীরন্দাজি
(C) কুস্তি
(D) কবাডি
যদি MN রেখায় একটি দর্পণ রাখা হয়, তবে নীচের কোন চিত্রটি ছবির প্রতিবিম্ব?
(A) [A]
(B) [B]
(C) [C]
(D) [D]
কোন শিল্পকে 'Sunrise Industry' বলা হয়?
(A) পরিবহন শিল্প
(B) পেট্রোকেমিক্যাল শিল্প
(C) নির্মাণ শিল্প
(D) কম্পিউটার শিল্প
বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত হারে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে?
(A) 5%
(B) 10%
(C) 11%
(D) 20%
ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে?
(A) সলিসিটর জেনারেল
(B) অ্যাডভোকেট জেনারেল
(C) আইন বিভাগের সচিব জেনারেল
(D) অ্যাটর্নি জেনারেল
নীচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে?
(A) 14
(B) 10
(C) 16
(D) 12
সাম্প্রতিক ভারতের কোন রাজ্যে 300 বছরের পুরোনো সতী প্রস্তর পাওয়া গেছে?
(A) হরিয়ানা
(B) মধ্যপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) গুজরাট
যদি দুটি সংখ্যার গ.সা.গু. 32 এবং ল.সা.গু. 1760 হয়, তবে ছোটো সংখ্যাটি কত?
(A) 152
(B) 160
(C) 102
(D) 110
4 O'clock rain (4.0'clock rain) নিম্নলিখিত কোন স্থানে দেখা যায়?
(A) ইয়াংসি অববাহিকায়
(B) অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়
(C) হুয়াং হি অববাহিকায়
(D) নীল নদের অববাহিকায়
কোন রাজ্য সম্প্রতি একটি নির্দিষ্ট দিনকে 'দেশনায়ক দিবস' রূপে ঘোষণা এবং উদযাপন করেছে?
(A) ঝাড়খণ্ড
(B) বিহার
(C) ওড়িশা
(D) পশ্চিমবঙ্গ
যদি এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করেন, তাহলে তিনি 15 টাকা বেশি পান যদি তিনি সেটি 5% ক্ষতিতে বিক্রয় করার চেয়ে 5% লাভে বিক্রি করেন, তাহলে তিনি 15 টাকা বেশি পান। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(A) Rs. 120
(B) Rs. 150
(C) Rs. 125
(D) Rs. 105
🔴WB Police Constable Prelims 2019 Question Paper
🔴5, October 2025, FOR WBP CONSTABLE EXAM PREPARATION দৈনিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
🔴সাধারণ জ্ঞান (General Awareness)
🔴Top general knowledge questions and answers in bengali 2025
🔴 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ২০২৫ Current Affairs in Bengali] - 2025-26
বর্তমানে একাধিক চাকরির সুযোগ, আবেদন চলছে:
BSF Recruitment 2025 – Apply Online : BSF এ 241 টি শূন্যপদে Constable নিয়োগ
ESIC Recruitment 2025 : ESIC তে ৩৪৩ শূন্যপদে কর্মী নিয়োগ
আধার সেবা কেন্দ্রে নিয়োগ ২০২৫ – ২০৩টি আধার সুপারভাইজার/অপারেটর পদের জন্য অনলাইনে আবেদন করুন
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিস নাদিয়া নিয়োগ ২০২৫ – ৯টি আশা কর্মী পদের জন্য অফলাইনে আবেদন করুন
ঝাড়গ্রাম জেলায় ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ : DMMU Jhargram Recruitment 2025
Oil India Recruitment 2025 : মাধ্যমিক পাসে ওয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন