Hot Posts

অক্টোবর ০৬, ২০২৫

WB Police Constable Mains Exam 2016 Question Paper Download


 

WB Police Constable
Mains Exam 2016 Question 

 

WB পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি অনুশীলন করতে হবে। পরীক্ষার সময়কাল ১ ঘন্টা, প্রিলিমিনারিতে মোট ১০০টি এবং মেইনসে ৮৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর নম্বর থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেতিবাচক নম্বর থাকে।

SSC CHSL | IAS EXAM | RRB NTPC | NTSE | CDS | UPSC | UPSC | SSC CGL | CBSE UGC NET 1 | IBPS PO | SBI PO | IBPS CLERK | AFCAT | SSC JE | CSIR UGC NET

 

1. একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লীর সিংহাসনে আসীন হয়েছিলেন, তাঁর নাম
   (A) জাহানারা
   (B) মমতাজ মহল
   (C) নূর জাহান
   (D) রাজিয়া সুলতানা
 

2. 6 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 cm ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরী করা যাবে?
   (A) 27
   (B) 31
   (C) 14
   (D) 36


3. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো:
   (A) ঊর্ধ্বপতন
   (B) ঘনীভবন
   (C) বাষ্পীভবন
   (D) অবক্ষেপণ
 

4. 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান হবে:
(A) 0.005
(B) 0.05
(C) 5/100
(D) 0.510
 

5. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল:
   (A) পরশুরাম
   (B) বীরবল
   (C) বনফুল
   (D) ভানুসিংহ
 

6. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
   (A) পাঁচ
   (B) দুই
   (C) চার
   (D) তিন
 

7. তথ্য জানার অধিকার আইন কোন্ সালে পাস হয়?
(A) 1952
(B) 1977
(C) 2005
(D) 2000
 

8. 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো:
   (A) 7:3
   (B) 5:2
   (C) 9:2
   (D) 13:4
 

9. একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 cm এবং কর্ণ 13 cm হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে?
(A) 34 cm
(B) 36 cm
(C) 30 cm
(D) 38 cm


10. একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় 12 বৎসর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত?
   (A) 40 বৎসর
   (B) 48 বৎসর
   (C) 50 বৎসর
   (D) 42 বৎসর

11. নিম্নের ছবিটিতে মোট বর্গক্ষেত্রর সংখ্যা হলো:
(A) 16
(B) 15
(C) 12
(D) 18


12. FIR-এর পূর্ণাঙ্গ রূপ হলো:
   (A) First Investigation Report
   (B) First Information Report
   (C) First Incident Report
   (D) First Instance Report

13. কে 'শের-এ-পাঞ্জাব' নামে পরিচিত ছিলেন?
(A) ভগত সিং
(B) জয় প্রকাশ নারায়ণ
(C) লালা লাজপত রাই
(D) রাম মনোহর লোহিয়া
 

14. একজন লোকের কিছু মুরগী এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগী ছিল?
   (A) 22
   (B) 23
   (C) 26
   (D) 24
 

15. একটি অটোরিক্সা 40 km/hr গতিবেগে 2 ঘণ্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরোও 1 ঘণ্টা পরে পৌঁছায়, তবে অটোরিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে?
(A) 120 km
(B) 140 km
(C) 160 km
(D) 200 km
 

16. নিম্নলিখিত কোন্ রঙগুলিকে মৌলিক রঙ বলা হয়?
   (A) নীল, লাল, হলুদ
   (B) লাল, হলুদ, সবুজ
   (C) হলুদ, নীল, সবুজ
   (D) লাল, নীল, সবুজ
 

17. X চিহ্নিত স্থানে কোন্ সংখ্যাটি বসবে?
   1 (5) 13 (29) (61) (125) X
   (A) 263
   (B) 253
   (C) 273
   (D) 283
 

18. সিরিজটি সম্পূর্ণ করুনঃ
   JAK, KBL, LCM, MDN,
   (A) OEB
   (B) NEO
   (C) PFQ
   (D) MEN


19. 'ঝুম' কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয়?
(A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
(B) উত্তরপূর্ব ভারতের কৃষি কাজ
(C) উত্তরপূর্ব ভারতের উপজাতীয় দেবী
(D) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ

20.একটি ট্র্যাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নীচে এই ক্রমে কোন্ আলো দেখা যায়?
   (A) লাল - সবুজ - হলুদ
   (B) সবুজ - হলুদ - লাল
   (C) সবুজ - লাল - হলুদ
   (D) লাল - হলুদ - সবুজ

21. প্রতিবছর কোন্ দিনটি 'বিশ্ব পরিবেশ দিবস' হিসাবে পালিত হয়?
(A) 5ই জুলাই
(B) 25শে জুন
(C) 5ই জুন
(D) 15ই জুন
 

22. Computer Software-এ PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো:
   (A) Portable Document Format
   (B) Portable Digital Form
   (C) Printable Digital Format
   (D) Printable Document Format


23. একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘণ্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ছিদ্র থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2\frac{2}{3} ঘণ্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে?
   (A) 2\frac{2}{3} ঘন্টায়
   (B) 8 ঘন্টায়
   (C) 7 ঘন্টায়
   (D) 14 ঘন্টায়
 

24.একটি জমি ₹ 18,700, টাকায় বিক্রি করলে মালিকের 15% ক্ষতি হয়। ঐ জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে?
   (A) ₹ 22,500
   (B) ₹ 21,000
   (C) ₹ 25,300
   (D) ₹ 25,800


25. যদি P-এর অর্থ '+', R-এর অর্থ '\times', S-এর অর্থ '-' এবং T-এর অর্থ '/' হয়, তবে 5\ R\ 9\ P\ 7\ S\ 9\ T\ 3\ P\ 6-এর মান কত হবে?
(A) 55
(B) 39
(C) 54
(D) 128


26. নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
   (A) গ্রীষ্মকালীন অধিবেশন
   (B) শীতকালীন অধিবেশন
   (C) বর্ষাকালীন অধিবেশন
   (D) বাজেট অধিবেশন
 

27. যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হল:
(A) পিটুইটারী গ্রন্থি
(B) থাইরয়েড গ্রন্থি
(C) অ্যাড্রিনাল গ্রন্থি
(D) অগ্ন্যাশয়


28. পশ্চিমবঙ্গর নিম্নের জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুসারে সাজান:
   (i) বর্ধমান
   (ii) বাঁকুড়া
   (iii) বীরভূম
   (iv) হাওড়া
 

29. একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে (12টা সময়) ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় তবে সোমবার দুপুরে (অর্থাৎ, পরের দিন দুপুরে) ঘড়িটি কী সময় দেখাবে?
   (A) 12 : 00 মধ্যাহ্ন
   (B) 11 : 58 PM
   (C) 12 : 02 PM
   (D) 11 : 58 AM
 

30. দুটি সংখ্যার যোগফল 45। সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। সংখ্যা দুটির ল.সা.গু. হলো:
   (A) 100
   (B) 150
   (C) 250
   (D) 200
 

31. একটি ছেলেকে পরিচয় করিয়ে দেওয়ার সময় একটি মেয়ে বলল "এ আমার কাকার বাবার মেয়ের ছেলে।" ঐ ছেলেটি মেয়েটির সঙ্গে কী সম্পর্কে আবদ্ধ?
(A) ভাইপো/ভাগ্নে
(B) পিসতুতো ভাই
(C) ভাই
(D) জামাই


32. P, Q, R, S, T হলো পাঁচজন ছেলে, যদি P, Q-এর থেকে লম্বা হয়; R, P-এর থেকে ছোটো হয়; S, T-এর থেকে লম্বা কিন্তু Q-এর থেকে ছোটো হয়। তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটি কে?
   (A) P
   (B) Q
   (C) T
   (D) R


33. সবচেয়ে বেশি জনসংখ্য ঘনত্ব রাজ্যটি হলো:
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র


34. দীপা কর্মকার অলিম্পিকে কোন্ খেলায় অংশগ্রহণ করেছিলেন?
   (A) অ্যাথলেটিক
   (B) সাঁতার
   (C) জিমন্যাস্টিক
   (D) বক্সিং


35. একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল 7: 9: 12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 cm হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হলো:
(A) 12 cm
(B) 24 cm
(C) 60 cm
(D) 36 cm


36. 630 টি জিনিস X, Y এবং Z-এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে X, Y-এর থেকে তিনগুণ এবং Y, Z-এর থেকে পাঁচগুণ জিনিস পেলো। X কতগুলি জিনিস পেয়েছিল?
   (A) 425
   (B) 400
   (C) 450
   (D) 475


37. যদি y = 3x + 12 এবং y = 5, তবে x-এর মান হবে?
(A) 3/7
(B) 7/3
(C) -7
(D) -7/3


38. ভারতে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?
   (A) অর্থ মন্ত্রক
   (B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
   (C) অর্থ কমিশন
   (D) ভারতীয় স্টেট ব্যাঙ্ক

 

39. একটি নম্বরকে যদি প্রথমে 10% বাড়ানো হয় এবং তারপর 10% কমানো হয়, তবে নম্বরটি
(A) 1% কমছে
(B) পরিবর্তিত হচ্ছে না
(C) 1% বাড়ছে
(D) 9% বাড়ছে


40. যদি কোনো সাংকেতিক লিপিতে "PROSE" কে "PPOQE" লেখা হয় তবে সেই সাংকেতিক অনুযায়ী "LIGHT" কে কীভাবে লেখা হবে?
   (A) LIGHT
   (B) LGGFT
   (C) LGGHT
   (D) LLGFE


41. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত?
(A) রাঁচি
(B) দিল্লী
(C) কলকাতা
(D) মুম্বাই


42. ELISA টেস্টটি কোন্ রোগ শনাক্ত করতে সাহায্য করে?
   (A) ক্যান্সার
   (B) এইচ্. আই. ভি./এইডস্
   (C) ব্রেন টিউমার
   (D) ম্যালেরিয়া 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন