Hot Posts

অক্টোবর ০৫, ২০২৫

WB Police Constable Prelims 2019 Question Paper

 


WB পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি অনুশীলন করতে হবে। পরীক্ষার সময়কাল ১ ঘন্টা, প্রিলিমিনারিতে মোট ১০০টি এবং মেইনসে ৮৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর নম্বর থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেতিবাচক নম্বর থাকে।

WB Police Constable Prelims 2019 Question Paper
SSC CHSL | IAS EXAM | RRB NTPC | NTSE | CDS | UPSC | UPSC | SSC CGL | CBSE UGC NET | IBPS PO | NDA | SBI PO | IBPS CLERK | AFCAT | SSC JE | CSIR UGC NET | CAPF | IBPS RRB 
WBP ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র

1. 'ওডোমিটার' যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়।
(A) বৈদ্যুতিক শক্তি
(B) তেজস্ক্রিয়তা
(C) অতিক্রান্ত দূরত্ব
(D) এরোপ্লেনের গতিবেগ

2. 'কাইজার-ই-হিন্দ' কাকে বলা হত?
(A) নেতাজী সুভাষ চন্দ্র বসু
(B) পণ্ডিত জওহরলাল নেহেরু
(C) [Missing option - likely M. K. Gandhi]
(D) দাদাভাই


3. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে? (Diagram with numbers: 5, 6, 15 and 2, 6, 4 with a question mark in the final column).
(A) 22
(B) 8
(C) 14
(D) 32

4. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?
3, 7, 13, 21, 31, ?
(A) 37
(B) 42
(C) 34
(D) 43

5. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
(A) টেনিস
(B) ফুটবল
(C) হকি
(D) ব্যাডমিন্টন

6. 'জালিয়ানওয়ালা বাগ'-এর ঘটনা কোন সালে হয়েছিল?
(A) 1919
(B) 1789
(C) 1928
(D) 1750

7. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (organ)-এর নাম কী?
(A) লিভার (liver)
(B) কিডনি (kidney)
(C) মস্তিষ্ক (brain)
(D) হৃদ্যন্ত্র (heart)

8. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন?
(A) এম. এন. ভেঙ্কট চিলিয়া
(B) আন্না হাজারে
(C) পিনাকী চন্দ্র ঘোষ
(D) বীরাপ্পা মইলি

9. ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কী বলে?
(A) অ্যান্থোলজি
(B) পেরোলজি
(C) স্পার্মোলজি
(D) পোমোলজি

10. মান নির্ণয় করুন:
\left(1-\frac{1}{3}\right)\left(1-\frac{1}{4}\right)\left(1-\frac{1}{5}\right)\cdots\left(1-\frac{1}{99}\right)\left(1-\frac{1}{100}\right)
(A) \frac{1}{25}
(B) \frac{1}{50}
(C) \frac{2}{99}
(D) \frac{1}{100}

11. 2019 এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন?
(A) রাশিয়া
(B) মালদ্বীপ
(C) সাউথ আফ্রিকা
(D) ইজরায়েল

12. যদি AB মানে 25, BC মানে 57 এবং BD মানে 58 হয়, তবে CADB = ?
(A) 2578
(B) 8752
(C) 7825
(D) 5827

13. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) হুমায়ুন
(B) আকবর
(C) [Missing option]
(D) ঔরঙ্গজেব

14. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের 'হৃদয় ও আত্মা (heart and soul)' বলেছেন?
(A) 356 ধারা
(B) 32 ধারা
(C) 19 ধারা
(D) 14 ধারা

15. 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
(A) স্যার স্টাফোর্ড ক্রিপস
(B) এ ভি আলেক্সান্ডার
(C) লর্ড পেথিক লরেন্স
(D) লর্ড মাউন্টব্যাটেন

16. X ও Y-এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। Y-এর বর্তমান বয়স কত?
(A) 50 বছর
(B) 30 বছর
(C) 60 বছর
(D) 40 বছর

17. নীচের কোন ছবিটি টেনিসপ্রেমী, ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে?
(A) [Three intersecting circles]
(B) [Two intersecting circles, with one entirely contained within the larger one]
(C) [Three non-intersecting circles]
(D) [Three overlapping circles forming a single intersection]

18. 'The future of India' কার লেখা?
(A) দীপক চোপড়া
(B) অনুরাগ মাথুর
(C) বিমল জালান
(D) অমিতাভ ঘোষ

19. 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে, যোগফলটি একটি পূর্ণবর্গসংখ্যা (perfect square) হবে?
(A) 26
(B) 36
(C) 30
(D) 32

20. 680 টাকাকে A, B ও C-এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে A, B-এর \frac{1}{4} অংশ এবং B, C-এর \frac{2}{3} অংশ পায়। B কত টাকা পাবে?
(A) 210 টাকা
(B) 120 টাকা
(C) 320 টাকা
(D) 325 টাকা

21. কোন চলচ্চিত্র (film) 64 তম 'ফিল্ম ফেয়ার 2019'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে?
(A) সঞ্জু (Sanju)
(B) বাধাই হো (Badhai ho)
(C) রাজি (Raazi)
(D) কেদারনাথ (Kedarnath)

22. কোনো সংখ্যার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত?
(A) 260
(B) 266
(C) 245
(D) 252

23. চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশেষ (remainder) থাকে?
(A) 9764
(B) 9767
(C) 9763
(D) 9765

24. \sqrt{2x} এর 5\%=0.01 হলে, x=?
(A) 0.01
(B) 0.05
(C) 0.02
(D) 0.03

25. 15 টাকা কেজি দরের চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতিকেজি 16.50 টাকা হবে?
(A) 5:7
(B) 1:3
(C) 3:7
(D) 7:5

26. 'জ্যাব (Jab)' কথাটি কোন খেলার সাথে যুক্ত?
(A) গল্ফ
(B) বক্সিং
(C) লন টেনিস
(D) বিলিয়ার্ডস

27. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়?
(A) 21 শে জুন
(B) 22 শে সেপ্টেম্বর
(C) 22 শে ডিসেম্বর
(D) 4 ঠা জানুয়ারী

28. 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘণ্টা ও 48 কিমি/ঘণ্টা বেগে আসতে থাকলে, তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
(A) 24 সেকেন্ড
(B) 12 সেকেন্ড
(C) 30 সেকেন্ড
(D) 10 সেকেন্ড

29. গিরীশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন?
(A) খেলা
(B) নাটক
(C) বিজ্ঞান
(D) জাদুবিদ্যা

30. কোন মুঘল সম্রাট 'জিন্দা পীর' নামে পরিচিত ছিলেন?
(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) ঔরঙ্গজেব

31. স্পঞ্জ কী?
(A) উদ্ভিদ (Plant)
(B) জীবদেহ (Animal)
(C) জীবাশ্ম (Fossil)
(D) ছত্রাক (Fungus)

32. রিঙ্কি, প্রিয়া ও বীণার থেকে বয়সে ছোট। বীণা, সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। কে বয়সে সবথেকে বড়?
(A) রিঙ্কি
(B) বীণা
(C) প্রিয়া
(D) অনির্ণেয়

33. 'সতীদাহ প্রথা' কে রদ করেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড কার্জন
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) লর্ড ক্যানিং

34. নীচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়?
(A) মাছ (fish)
(B) লেটুস (lettuce)
(C) মাখন (butter)
(D) দুধ (milk)


35. কোনো সাংকেতিক ভাষায় 'DISTANCE' কে লেখা হয় IDTUBECN এবং 'DOCUMENT' কে লেখা হয় ODDVNTNF। তাহলে ওই সাংকেতিক ভাষায় 'THURSDAY' কীভাবে লেখা হবে?
(A) DTVSTEYA
(B) HTTQRYAD
(C) HTVSTYAD
(D) HTVSTYDA

36. যদি \sqrt{2^{n}}=64 হয় তবে n=?
(A) 4
(B) 6
(C) 2
(D) 12

37. যদি 'Q' মানে 'যোগ', 'J' মানে 'গুণ', 'T' মানে 'বিয়োগ' এবং 'K' মানে 'ভাগ' হয়, তবে, 30 K 2 Q 3 J 6 T 5 = ?
(A) 28
(B) 31
(C) 18
(D) 103

38. 'নীল গ্রহ (Blue Planet)' কাকে বলে?
(A) শনি
(B) ইউরেনাস
(C) পৃথিবী
(D) প্লুটো

39. 'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) ঋষি অরবিন্দ ঘোষ
(B) দাদাভাই নৌরোজি
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) অ্যানি বেসান্ত

40. অগ্নি প্রতিরোধক পোশাক (fire fighting clothes) কী দিয়ে তৈরি হয়?
(A) অ্যামোনটাস
(B) সূতী কাপড় (cotton)
(C) অভ্র (mica)
(D) ক্যালসিয়াম

41. নীচের কোনটি যমজ শহর (twin city) নয়?
(A) দুর্গাপুর - আসানসোল
(B) কলকাতা - হাওড়া
(C) সেকেন্দ্রাবাদ - সেকেন্দ্রাবাদ
(D) দিল্লী - নয়াদিল্লী

42. নীচের বর্ণমালায় কতগুলি 'L' আছে যার পূর্বে R এবং ঠিক পরে T আছে?
Z Q S T L R M N Q N R T U V X R L T A L T Q L T
(A) 2
(B) 0
(C) 1
(D) 3

43. একটি চুড়ি ও লণ্ঠাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লণ্ঠাইয়ের দাম চুড়ি থেকে 1 টাকা বেশি হলে, চুড়ির দাম কত?
(A) 10 পয়সা
(B) 20 পয়সা
(C) 5 পয়সা
(D) 25 পয়সা

44. যদি '+' মানে '÷', '÷' মানে '-', '-' মানে 'x', 'x' মানে '+' হয়, তবে 12+6+3-2 \times 8=?
(A) 2
(B) 4
(C) -2
(D) 8

45. প্রশ্নবোধক (?) স্থানে কোন অক্ষর বসবে?
M, N, O, L, R, I, V, ?
(A) K
(B) E
(C) H
(D) S

46. দুটি পাইপ A এবং B কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় এবং কতক্ষণ পরে B পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে?
(A) 4 মিনিট
(B) 4\frac{1}{2} মিনিট
(C) 3\frac{1}{2} মিনিট
(D) \frac{4}{3} মিনিট

47. A, P, R, X, S এবং Z একটি সারিতে বসে আছে। S এবং Z কেন্দ্রে এবং A ও P দু'প্রান্তে বসে আছে। R, A-র বাঁ দিকে বসলে, P-এর ডানদিকে কে বসবে?
(A) S
(B) X
(C) A
(D) Z

48. একটি আয়তক্ষেত্রের (rectangle) কর্ণ (diagonal) 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (area) কত?
(A) 100 বর্গসেমি
(B) 25\sqrt{3} বর্গসেমি
(C) 25 বর্গসেমি
(D) 10\sqrt{3} বর্গসেমি

49. 'রামধনু (Rainbow)' কেন হয়?
(A) আলোর বিচ্ছুরণ (diffraction) ও প্রতিসরণের (refraction) জন্য
(B) আলোর বিক্ষেপণ (scattering) ও প্রতিসরণের (refraction) জন্য
(C) আলোর প্রতিসরণ (refraction) ও বিচ্ছুরণের (dispersion) জন্য
(D) আলোর প্রতিসরণ (refraction) ও প্রতিফলনের (reflection) জন্য

50. সম পরিসীমা (perimeter) বিশিষ্ট একটি বর্গক্ষেত্র (square) ও আয়তক্ষেত্রের (rectangle) ক্ষেত্রফল (area) যথাক্রমে S ও R হলে, নিম্নের কোনটি সত্য?
(A) S = R
(B) S = R
(C) S > R
(D) S > R

51. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন?
(A) কর্নি মাল্লেশ্বরী
(B) [Missing option]
(C) পি টি ঊষা
(D) উর্দ্ধ স্বত্ব

52. কোন আন্দোলনের সময় থেকে সর্দার বল্লভভাই প্যাটেল 'সর্দার' উপাধিে ভূষিত হন?
(A) বরদৌলি আন্দোলন
(B) ভারত ছাড়ো আন্দোলন (Quit India movement)
(C) স্বদেশী আন্দোলন
(D) আইন অমান্য আন্দোলন (Civil Disobedience movement)

53. মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের কী রং দেখেন?
(A) লাল (red)
(B) নীল (blue)
(C) বেগুনী (violet)
(D) কালো (black)

54. Mirror : Reflection :: Water : ?
(A) Refraction
(B) Evaporation
(C) Immersion
(D) Conduction (This seems incorrect in the context of the analogy, which should likely be Reflection/Refraction or Immersion)

55. কোনো দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। যদি দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করা হয় তবে কত লাভ/ক্ষতি হবে?
(A) 64 টাকা
(B) 72 টাকা
(C) 46 টাকা
(D) 88 টাকা

56. ভারতীয় সংবিধানের কোন সংশোধনী (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে?
(A) 101 তম
(B) 102 তম
(C) 100 তম
(D) 103 তম

57. 2020 এর 'Summer Olympic' কোথায় অনুষ্ঠিত হবে?
(A) বার্লিন
(B) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
(C) বেইজিং
(D) টোকিও

58. 'ফটোগ্রাফিক ফিল্ম'-এর আলোকচিত্র (photo) ডেভলপ (develop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?
(A) সোডিয়াম কার্বোনেট
(B) সোডিয়াম সালফেট
(C) সিলভার ব্রোমাইড
(D) হাইপোসালফাইট

59. কিলোওয়াট-ঘণ্টা কীসের একক?
(A) ক্ষমতা (power)
(B) বল (force)
(C) শক্তি (energy)
(D) ভরবেগ (momentum)

60. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
(A) ইয়াংজে
(B) হোয়াং হো
(C) সিন্ধু (Indus)
(D) গঙ্গা

61. A, প্রথমে উত্তর দিকে 2 কিমি হেঁটে দক্ষিণ দিকে 5 কিমি হেঁটে পূর্বে 2 কিমি হেঁটে শেষমেশ দক্ষিণ দিকে 3 কিমি হাঁটল। শুরুর স্থান থেকে শেষ স্থানের দূরত্ব কত এবং শেষ স্থানটি কোন দিকে?
(A) 8 কিমি, দক্ষিণ-পূর্ব
(B) 5 কিমি, উত্তর-পূর্ব
(C) 6 কিমি, দক্ষিণ-পূর্ব
(D) 9 কিমি, পশ্চিম

62. শ্রেণীকে ক্রমিক রূপে সাজাও:
7 16 21
11 20 22
(A) 21 7 16
22 11 20
(B) 21 16 7
22 20 11
(C) 7 16 21
11 20 22
(D) 7 21 16
11 22 20

63. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট জমা হয়?
(A) বসন্তকাল (Spring)
(B) শীতকাল (Winter)
(C) বর্ষাকাল (Rainy Season)
(D) গ্রীষ্মকাল (Summer)

64. খাদ্যের পর্যাপ্ত 'আয়োডিন'-এর অভাবে মানবদেহে কী ক্ষতি হয়?
(A) ক্ষুধা হ্রাস (loss of appetite)
(B) গয়টার (Goiter)
(C) দুর্বল দাঁত
(D) অ্যানিমিয়া

65. 'ম্যানিফার' কী দিয়ে তৈরি হয়?
(A) অমল
(B) প্রোটিওন
(C) ফাইবার
(D) ডিইউটন

66. 7000 টাকা দিয়ে A একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে B তার অংশীদার হয়। এক বছর বাদে যদি তাদের লাভের (profit) অনুপাত 2:3 হয়, তবে B কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল?
(A) 6500 টাকা
(B) 18,000 টাকা
(C) 10,000 টাকা
(D) 9000 টাকা

67. যদি ক্রয়মূল্য (cost price) যদি 5টি দ্রব্যের বিক্রয়মূল্য (sell price) এর সমান হয়, তবে কত লাভ বা ক্ষতির শতাংশ কত?
(A) 22\frac{2}{3}\%
(B) 25%
(C) 20%
(D) 30%

68. প্রিয়া ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে, 10 বছর পরে তাদের বয়স কত হবে?
(A) 65 বছর, 55 বছর
(B) 70 বছর, 50 বছর
(C) 75 বছর, 45 বছর
(D) 80 বছর, 40 বছর

69. কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদ (interest) দ্বিগুণ হবে?
(A) 4 বছর 5 মাস
(B) 5 বছর 4 মাস
(C) 6 বছর 2 মাস
(D) 6 বছর 5 মাস

70. 'বন্দীপুর' অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত?
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) রাজস্থান

71. 'স্মৃতি মন্ধানা' কোন খেলার সাথে যুক্ত?
(A) টেবিল টেনিস
(B) ক্রিকেট
(C) হকি
(D) বক্সিং

72. যদি A-র ভাই F হয়; C, A-র কন্যা হয়; K, F-এর বোন হয় এবং J, C-এর ভাই হয়; তবে J-এর কাকা কে?
(A) K
(B) A
(C) F
(D) C

73. নীচের চিত্রতে কতগুলি ত্রিভুজ আছে? (Image of a star-like figure)
(A) 10
(B) 12
(C) 8
(D) 14

74. যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গ.সা.গু. (H.C.F.) 6 হয় তবে সংখ্যা দুটির গ.সা.গু. (H.C.F.) ও ল.সা.গু. (L.C.M)-এর অনুপাত কত?
(A) 60:1
(B) 7:20
(C) 1:60
(D) 20:7

75. আজ মঙ্গলবার হলে, আজ থেকে 53 দিন পর কী বার হবে?
(A) শনিবার
(B) শুক্রবার
(C) বৃহস্পতিবার
(D) রবিবার

76. মোবাইল ফোনে ব্যবহৃত 'GSM' এর পুরো নাম কী?
(A) Geo Satellite for Mobile
(B) Global System for Mobility
(C) Global System for Mobile
(D) Geo Station for Mobility

77. দেহের অস্থি ও দাঁত গঠনের জন্য এবং রক্তাল্পতা দূর করার জন্য এমন সুষম খাদ্য (balanced diet) গ্রহণ করা উচিত?
(A) লোহা (iron) ও ভিটামিন-সি
(B) ক্যালসিয়াম ও ভিটামিন-সি
(C) ক্যালসিয়াম ও ভিটামিন-ডি
(D) লোহা (iron) ও ভিটামিন-এ

78. 'VVPAT' কীসের সাথে সম্পর্কিত?
(A) মোবাইল পরিষেবা
(B) মহাকাশ বিজ্ঞান
(C) সাধারণ নির্বাচন
(D) উপগ্রহ কার্যকলাপ (This seems incorrect; VVPAT relates to elections)

79. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) F
(B) N
(C) A
(D) W

80. স্রোতের অনুকূলে (downstream) এবং স্রোতের প্রতিকূলে (upstream) একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি/ঘণ্টা ও 8 কিমি/ঘণ্টা হলে, স্থির জলে 24 কিমি যেতে কত সময় লাগবে?
(A) 3 ঘণ্টা
(B) 2.4 ঘণ্টা
(C) 2 ঘণ্টা
(D) 1.2 ঘণ্টা

81. এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘণ্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘণ্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘণ্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন?
(A) 16 কিমি
(B) 20 কিমি
(C) 12 কিমি
(D) 24 কিমি

82. 'কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)' ভারতের নীচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?
(A) গুজরাট
(B) মিজোরাম
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তর প্রদেশ

83. 'ভারী জল (Heavy water)' কী?
(A) অক্সিজেন গ্যাস মিশ্রিত জল
(B) সাধারণ ধাতু ও খনিজ মিশ্রিত জল
(C) খনিজ মিশ্রিত জল
(D) হাইড্রোজেন-এর আইসোটোপ দ্বারা তৈরি জল

84. একটি আয়তক্ষেত্রাকার (rectangular) বাগানের দৈর্ঘ্য (length) ও প্রস্থ (breadth) যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল (area) কত?
(A) 2400 বর্গমিটার
(B) 3660 বর্গমিটার
(C) 1900 বর্গমিটার
(D) 4000 বর্গমিটার

85. ব্যারোমিটারের পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়া (weather) কী পরিবর্তন হয়?
(A) খুব ঝড় হবে
(B) ঠান্ডা হবে
(C) খুব গরম হবে
(D) অন্তত 48 ঘণ্টা অবিরাম বৃষ্টি হবে

86. পরপর 7টি সংখ্যার গড় (average) 20 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(A) 23
(B) 22
(C) 24
(D) 20

87. দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
(A) 35
(B) 62
(C) 44
(D) 53

88. যদি A-র 90% = B-এর 30% এবং B = A-র 2x% হয়, তবে x = ?
(A) 400
(B) 300
(C) 450
(D) 150

89. Atom : Molecule :: Cell : ?
(A) Matter
(B) Tissue
(C) Organism
(D) Organ (The correct analogy is most likely Tissue)

90. 1GB = _________ bytes.
(A) 10^6
(B) 10^9
(C) 10^3
(D) 10^{12} (This option represents a Terabyte (TB), but in decimal (base 10) terms, a GB is 10^9 and a GiB is 2^{30} \approx 10^9. 10^{12} is incorrect for GB in either standard.)

91. কে প্রথম ভারতে জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন?
(A) ভি কে আর ভি রাও
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) দাদাভাই নৌরোজি
(D) প্রশান্ত চন্দ্র মহলানবীশ

92. নীচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? (Image showing a reflection problem)
(A) [Image A]
(B) [Image B]
(C) [Image C]
(D) [Image D]

93. কোনো ত্রিভুজের (triangle) তিনটি কোণ যথাক্রমে 3x^\circ, (2x-7)^\circ এবং (4x-11)^\circ হলে x কত?
(A) 20^\circ
(B) 22^\circ
(C) 18^\circ
(D) 23^\circ

94. এক্জন মোটর আরোহী A থেকে B স্থানে 20 কিমি/ঘণ্টা বেগে যান এবং 30 কিমি/ঘণ্টা বেগে ফিরে আসেন। আরোহীর গতিবেগ গড় কত ছিল?
(A) 23 কিমি/ঘণ্টা
(B) 26 কিমি/ঘণ্টা
(C) 22 কিমি/ঘণ্টা
(D) 24 কিমি/ঘণ্টা

95. 'অনিলী দেবী' ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
(A) আশাপূর্ণা দেবী
(B) গগনেন্দ্রনাথ ঠাকুর
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) নারায়ণ দেবনাথ

96. তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গ.সা.গু. (H.C.F.) 12 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(A) 15
(B) 12
(C) 36
(D) 30

97. নীচের কোনটিকে 'বাদামী কয়লা (brown coal)' বলে?
(A) বিটুমিনাস
(B) কোক
(C) অ্যানথ্রাসাইট
(D) লিগনাইট

98. নীচের শূন্যস্থানগুলি পূরন করলে পর কোন বর্ণমালাটি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?
ab ______ bca ______ ab ______ bc ______ ca
(A) cbab
(B) caca
(C) ccab
(D) bcca

99. 'মনসবদারী প্রথা' কে প্রচলন করেছিলেন?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শের শাহ
(D) শাহজাহান

100. 'জিকা ভাইরাস'-এর উপস্থিতি প্রথম কোন সরকারিভাবে ঘোষিত হয়েছিল?
(A) পাকিস্তান
(B) অস্ট্রেলিয়া
(C) উগান্ডা
(D) শ্রীলঙ্কা

✅২০১৯ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করুন: Click Here 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন